Thursday, August 21, 2025

মেডিকেল কলেজে পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ এখনও অব্যাহত।গত সোমবার সন্ধ্যা থেকেই চলছে এই বিক্ষোভ। মেডিক্যাল ছাত্র অ্যাসোসিয়েশনের অভিযোগ, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের নির্বাচনের দাবি জানাচ্ছে তারা। কিন্তু কর্তৃপক্ষের তরফে কোনও সদর্থক উদ্যোগ নজরে আসেনি। জানা গিয়েছে, ২২ ডিসেম্বর ভোটার দিন ঠিক হয়েছিল। তার পরেও ডাক্তারি পড়ুয়ারা কোনওরকম নিশ্চয়তা পাননি। যার জেরে সোমবার থেকে এই অবস্থান বিক্ষোভ। এই নিয়ে পড়ুয়াদের দাবি, ২০১৬ সালে শেষ নির্বাচন হয়েছে তারপর আর নির্বাচন হয়নি।

বিষয়টি নিয়ে এবার ডাক্তারি পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করলেন বিশিষ্ট অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। তিনি তাঁর টুইটার একাউন্টে এক পোস্ট করে লেখেন,”মেডিক্যাল কলেজে যেভাবে শাসক দল নির্বাচন বন্ধ করেছে তা অগণতান্ত্রিক, আমি প্রতিবাদী পড়ুয়াদের সমর্থন জানাচ্ছি। তৃণমূলের স্বৈরাচারী পদক্ষেপের নিন্দা করছি।”

অপর্ণা সেনের টুইট নিয়ে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, উনি মাঝে মাঝে বলেন। আজ তো আবার ফিল্ম ফেস্টিভ্যাল। তৃণমূল মুখপাত্র আরও বলেছেন, “চন্দ্রিমা ভট্টাচার্য গিয়েছিলেন। যা বলার বলে এসেছেন। যারা ভোট চাইছেন তারা এটা ভাবুন যে এর ফলে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে। আগামী দিনে গ্রামবাংলার বিভিন্ন জায়গায় গিয়ে এই পরিষেবা নিয়েও ভাববেন তো?”

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version