Friday, November 28, 2025

বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স, সেমিফাইনালে মরক্কোকে হারাল ২-০ গোলে

Date:

Share post:

বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স। সেমিফাইনালে মরক্কোকে হারাল ২-০ গোলে। ফ্রান্সের হয়ে গোল দুটি করেন হার্নান্দেজ এবং মুয়ানি। ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ আর্জেন্তিনা।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম‍্যাচে শুরু থেকেই গোলের জন‍্য ঝাঁপায় ফ্রান্স। যার ফলে ম‍্যাচের পাঁচ মিনিটে এগিয়ে যায় দিদিয়ের দেশঁ-এর দল। ফ্রান্সকে গোল করে ১-০ এগিয়ে দেন হার্নান্দেজ। এবারের বিশ্বকাপে এই ম্যাচের আগে পর্যন্ত বিপক্ষের কোনও ফুটবলার মরক্কোর জালে বল জড়াতে পারেননি। সেই নজির ভেঙে গেল বুধবার রাতেই। এরপর পাল্টা আক্রমণে যায় মরক্কো। ১০ মিনিটের মাথাতেই সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল মরক্কো। বক্সের বাইরে ডান দিক থেকে শট করেছিলেন আজ এদ্দিন ঔনাহি। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে হাত ঠেকিয়ে কোনও মতে বাঁচান ফ্রান্স গোলরক্ষক লরিস। ১৭ মিনিটের মাথায় ব্যবধান বাড়ানোর সুযোগ আসে ফ্রান্সের সামনে। মাঝমাঠ থেকে বল ভেসে এসেছিল জিরুর উদ্দেশে। তিনি কিছুটা এগিয়ে গিয়ে বাঁ পায়ে জোরালো শট মারেন। পোস্টে লেগে তা মাঠের বাইরে চলে যায়। এরপর ফের আক্রমণ ঝাঁপায় মরক্কো। ৪৪ মিনিটের মাথায় গোলের সুযোগ এসেছিল তাদের সামনে। কিন্তু সেই সুযোগ নষ্ট করেন তারা। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-০।

দ্বিতীয়ার্ধে ফ্রান্সকে চেপে ধরে মরক্কো। একাধিকবার আক্রমণে ঝাঁপায় তারা। কিন্তু ফ্রান্সের ডিফেন্স ভাঙতে ব‍্যর্থ হন এন নেসিরি, ঔনাহিরা। পাল্টা আক্রমনে ঝাঁপায় দিদিয়ের দেশঁ-এর দল। যার ফলে ম‍্যাচের ৭৯ মিনিটে গোল পেয়ে যায় ফ্রান্স। ফ্রান্সকে এগিয়ে দেন পরিবর্তে নামা মুয়ানি। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি ফ্রান্স। যার ফলে ম‍্যাচ শেষ হয় ২-০ গোলে।


spot_img

Related articles

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...

ফের ভিনরাজ্যে আক্রান্ত বাংলাভাষী শ্রমিক, ওড়িশায় ‘জয় শ্রীরাম’ বলতে চাপের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

ফের বাংলায় কথা বলায় অত্যাচারের শিকার। বিজেপি(BJP)শাসিত ওড়িশায় (Orissa) আক্রান্ত মুর্শিদাবাদের (Murshibad) চার পরিযায়ী শ্রমিকের। বেধড়ক মারের পর...

সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে কবে রিপোর্ট? রাজ্যকে সময় বেঁধে দিল হাই কোর্ট

বাংলায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানো মামলায় রিপোর্ট রাজ্যকে দিতে ৭ দিন সময় বেঁধে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...