Friday, May 16, 2025

ভারতের সংসদীয় ব্যবস্থাকে তলানিতে পৌঁছে দেবার ইঙ্গিত স্পষ্ট

Date:

Share post:

সম্প্রতি জি ২০’র সভাপতি মনোনীত হওয়ার পর কেন্দ্রের বিজেপি সরকার ‘মাদার অফ ডেমোক্রেসি’ কথাটা খুব আওড়াচ্ছেন। বিশ্বের সর্ববৃহৎ সংসদীয় গণতন্ত্রের দেশ এই ভারত ‘মাদার অফ ডেমোক্রেসি’ হিসাবে চিহ্নিত হবে এটাই স্বাভাবিক। কিন্তু এদেশে বাস্তবটা সম্পূর্ণ বিপরীত। গণতন্ত্রের মূল চারটি স্তম্ভের একটি  সংসদ।মাদার অফ ডেমোক্রেসির দেশে সেই সংসদের হাল হকিকত বিশ্লেষণ করলে বোঝা যাবে শাসক দলের নেতাদের আওড়ানো বুলি চটকদার বিজ্ঞাপন ছাড়া আর কিছু নয়।

আরও পড়ুন:জি ২০- এর প্রস্তুতি বৈঠকে বলার সুযোগই পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রীয় সরকারের ৩৯ টি মন্ত্রকের সঙ্গে সংসদের বোঝাপড়া  নিশ্চিত করতে সাংসদদের নিয়ে পরামর্শদাতা কমিটি গঠন করা হয়। যেমন গঠিত হয় সংসদীয় স্থায়ী কমিটি। কিন্তু ক্রমশ এই সংসদীয় কমিটিগুলিকে গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে। লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায় এর এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল যে লিখিত জবাব দিয়েছেন তাতে সংসদীয় গণতন্ত্রের বর্তমান করুণ চিত্রটাই ফুটে উঠেছে। নিয়মানুযায়ী প্রতি বছর প্রতিটি মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির ৬ মিটিং হওয়ার কথা, এর মধ্যে ৪টি মিটিং বাধ্যতামূলক।সাংসদ মালা রায় জানতে চেয়েছিলেন ২০১৯, ‘২০ এবং ‘২১ সালে পরামর্শদাতা কমিটির ক’টি মিটিং হয়েছে ? ২০২০,২০২১ সালে তিনটি কৃষিবিল ও কৃষক আন্দোলনের প্রেক্ষিতে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক ছিল সংবাদের শিরোনামে। সেই কৃষি মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির মিটিং হয়েছে ২০১৯-এ ১টি, ২০২০ তে ১টি এবং ২০২১-এ ২ টি। একটি দেশের সরকারের অর্থমন্ত্রক খুবই গুরুত্বপূর্ণ। সেই অর্থমন্ত্রকের পরামর্শদাতা কমিটির একটিও বৈঠক হয়নি ২০১৯ সালে,২০২০ এবং ২০২১-এ একটি করে বৈঠক হয়েছে। ২০২০,২০২১ সাল গোটা বিশ্ব তোলপাড় হয়েছিল কোভিড-১৯ মহামারীর কারণে। ভীষণভাবেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল স্বাস্থ্যমন্ত্রক। ২০১৯ সালে একটি, ২০২০ এবং ২০২১-এ দুটি করে বৈঠক হয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির।আলোচ্য তিন বছরে স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শদাতা কমিটির বৈঠক হয়েছে মোট পাঁচটি। প্রতিরক্ষা মন্ত্রকের পরামর্শদাতা কমিটির বৈঠক হয়েছে তিন বছরে মোট তিনটি। রেলমন্ত্রকের সঙ্গে যুক্ত কমিটির বৈঠক হয়েছে তিন বছরে মাত্র একটি। ক্রীড়া ও যুব মন্ত্রক, স্কিল ডেভলপমেন্ট মন্ত্রক, সড়ক ও সড়ক পরিবহন মন্ত্রক, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির কোনো বৈঠকই হয়নি এই তিনটি বছরে। শিক্ষা মন্ত্রকের একটি মিটিং হয়েছিল ২০১৯-এ।সংসদ বিষয়ক মন্ত্রকের প্রকাশিত তথ্যে ভারতের সংসদীয় ব্যবস্থাকে তলানিতে পৌঁছে দেবার ইঙ্গিত স্পষ্ট।

spot_img

Related articles

পরিচয় জানলে ব্যোমিকাকেও ছাড়তেন না! বিজেপির জাতিবিদ্বেষের পর্দাফাঁস সপা নেতার

মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ কর্ণেল সোফিয়া কুরেশি সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তার জের সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। তবে...

টুটু বোসের ইস্তফা নিয়ে শুক্রবারও সিদ্ধান্ত হল না

শুক্রবারের কার্যকরী সমিতির বৈঠকেও টুটু বোসের(Tutu Bose) ইস্তফা গ্রহন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া গেল না। এর আগে একটা...

কলকাতা পুলিশে ৮০০ হোমগার্ড নিয়োগ, ছাড়পত্র স্বরাষ্ট্র দফতরের

জরুরি ভিত্তিতে শুধুমাত্র কলকাতা পুলিশেই নিয়োগ হবে ৮০০ অস্থায়ী হোমগার্ড। সরকার বিদ্যাসাগর সেতুর দ্বিতীয় দফার  সংস্কার ও মেরামতির...

জন বার্লার মতো নেতা কেন দল ছাড়লেন ভেবে দেখুক বিজেপি: তোপ দিলীপের

গেরুয়া শিবিরকে জোর ধাক্কা দিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। আর তৃণমূলে যোগ দিয়েই বিরোধী...