Monday, August 25, 2025

মাদক মামলায় অভিনেত্রী রাকুল প্রীত সিংকে ফের সমন ইডির, ১৮ ডিসেম্বর হাজিরার নির্দেশ

Date:

ফের বলিউড অভিনেত্রী (Actress) রাকুল প্রীত সিংকে (Rakul Preet Singh) ডেকে পাঠাল ইডি। মাদক সংক্রান্ত আর্থিক তছরূপের মামলায় রকুলকে ফের ডেকে পাঠান হল। হায়দরাবাদ ফিল্ম ইন্ডাস্ট্রির একটি মাদক সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছিল রকুলের। তবে শুধু রকুলই নন, এই মামলায় নাম জড়ায় দক্ষিণের আরও অনেক তারকার। এই মামলায় গত বছরও হায়দরাবাদে ইডি-র জোনাল অফিসে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিয়েছিলেন রকুল। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির (Telugu Film Industry) মাদক (Drug) মামলায় অর্থ কেলেঙ্কারির (Money laundering) অভিযোগে শুক্রবার (Friday) অভিনেত্রীকে সমন (Summon) পাঠিয়েছে ইডি (ED)। ১৮ ডিসেম্বর তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২১ সালের পর মাদক মামলায় আবার জেরার মুখে পড়তে চলেছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০১৭ সালে তেলেঙ্গানায় (Telangana) ৩০ লাখ মূল্যের মাদক আটক করা হয়। ঘটনায় নাম জড়ায় রাকুল প্রীত সিং, রানা দাগাব্বতী (Rana daggubati), চার্মি কৌর (Charmee Kaur), তেলেগু পরিচালক (Director) পুরী জগন্নাথ (Puri Jagannadh) সহ ১১ জন অভিনেতা-অভিনেত্রীর। নাম জড়ায় এক অভিনেতার গাড়ির চালকেরও। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে মামলায় ইডির কাছে হাজিরা দিয়েছিলেন অভিনেত্রী রাকুল প্রীত। এরপর ফের অভিনেত্রীকে তলব করল ইডি।

এর আগেও তেলেগু জগতের একাধিক অভিনেতা অভিনেত্রীকে উচ্চ মাত্রার মাদক পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে ইডির জেরার মুখে পড়তে হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে সুশান্ত সিং রাজপুত (Susant Sing Rajput) মৃত্যু পরবর্তী মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) জেরার সম্মুখীন হয়েছিলেন রাকুল প্রীত।

 

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version