কর্নাটকের খনিতে মিলবে ৫ কোটি টন সোনা, উত্তোলনে নতুন প্রযুক্তির ব্যবহার কেন্দ্রের

0
1

মিলতে চলেছে রিল আর রিয়েল। দক্ষিণী সিনেমা (South Indian Movie) KGF-এ দেখানো সোনার খনির (Gold mine) মতোই এবার বাস্তবেও মিলতে চলেছে স্বর্ণ ভান্ডার। বেঙ্গালুরু (Bengaluru) থেকে ৬৫ কিলোমিটার দূরে রয়েছে ভারতের সর্বাধিক প্রাচীন স্বর্ণ খনি। এবার সেখানেই আধুনিক প্রযুক্তির (Technology) ব্যবহার করে খনন কার্য চালানোর উদ্যোগ নিল কেন্দ্র। ব্রিটিশ আমলের এই খনি থেকে ৫ কোটি টন সোনা উত্তোলনের লক্ষ্য রেখেছে কেন্দ্র। খনন কার্যের জন্য ডাকা হয়েছে হয়েছে নিলাম। এখানেই ঠিক হবে খননের দায়িত্ব পাবে কোন সংস্থা।

কর্নাটকের এই খনি বন্ধ ২০ বছরেরও বেশি সময়। অনুমান করা হচ্ছে এখন থেকে ভারতীয় মুদ্রায় মিলতে পারে প্রায় ১৭ হাজার কোটি টাকার সোনা। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক (Government officer) সংবাদমাধ্যমে জানিয়েছেন, সোনার পাশাপাশি প্যালাডিয়ামও (Palladium) উত্তোলন করতে চাইছে কেন্দ্র। এরপর প্রতি মাসেই খননের জন্য নিলাম ডাকবে কেন্দ্র।

আধিকারিক জানিয়েছেন, “আমাদের লক্ষ্যই হল ওখানে থাকা প্রক্রিয়াজাত আকরিক থেকেও সোনা তুলে এনে যতটা সম্ভব আর্থিক লাভ করা। এক্ষেত্রে আমাদের বাধা হল একমাত্র বিদেশি সংস্থাগুলির কাছেই এই ধরনের সোনা উত্তোলনের প্রযুক্তি আছে। তবে বিদেশি সংস্থাগুলি স্থানীয় সংস্থাদের সঙ্গে জোট বেঁধে এই কাজ করতেই পারে।” তবে খনি মন্ত্রক (Ministry of Mines) থেকে এখনোও পর্যন্ত এ বিষয়ে সরকারি ভাবে কোনো তথ্য জানানো হয়নি।