Monday, August 25, 2025

বাংলাদেশের বিরুদ্ধে জ্বলে উঠেছে ভারতের ব্যাটিং। আসলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকতে গেলে বাংলাদেশ সিরিজটা গুরুত্বপূর্ণ ভারতের সামনে। আর এই সিরিজের প্রথম ম্যাচেই দাপট দেখাল ভারত। পরপর দুটো ইনিংসে দলের হয়ে ব্যাটিং করেছেন চেতেশ্বর পূজারা। প্রথম ইনিংসে অল্পের জন্য শতরান হাতছাড়া হলেও দ্বিতীয় ইনিংসে শতরান পেলেন দুরন্ত গতিতে।পরিসংখ্যান বলছে, ১৪৪৩ দিন বাদে তিনি টেস্টে সেঞ্চুরি করলেন। প্রায় তিন বছরের সেঞ্চুরি খরা কাটালেন চেতেশ্বর পূজারা।বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে পূজারার আগে সেঞ্চুরি করেন শুভমন গিল।

এই সেঞ্চুরির মধ্যে দিয়ে পূজারা কেরিয়ারের ১৯ তম সেঞ্চুরিটি করলেন। দ্বিতীয় ইনিংসে পুজারা করেন ১০২ রান। ১৩০ বলে তিনি এই রান করেন। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার। তবে তিনি আরও বেশি রান করতে পারতেন, কিন্তু তারপরই ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত।এটি পুজারার দ্রুততম টেস্ট শতরান। তিনি প্রথম ৫০ রান করতে নেন ৮৭ বল। আর দ্বিতীয় ৫০ রান করতে নেন ৪৩ বল।

২০১৯ সালে জানুয়ারি মাসে পূজারা সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সেঞ্চুরি করেছিলেন। তারপর আর সেঞ্চুরি আসেনি তাঁর ব্যাট থেকে। এরপর দল থেকে বাদ পড়েন তিনি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলে ফের জাতীয় দলে সুযোগ পান। তাও জায়গা পাকা করতে পারেননি। কাউন্টি ক্রিকেট খেলে প্রত্যাবর্তন করেন জাতীয় দলে। শেষবার তিনি টেস্ট ম্যাচ খেলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহামে। যেখান দুটো ইনিংসে তিনি যথাক্রমে ১৩ ও ৬৬ রান করেন। বাংলাদেশের বিরুদ্ধে এবার পেলেন বহু প্রতিক্ষিত সেঞ্চুরি।

বাংলাদেশে বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয় ইনিংসে পূজারা বাদেও শতরান করেন শুভমন গিল। তিনি ১১০ রান করেন। এটা শুভমন গিলের টেস্ট কেরিয়ারের প্রথম শতরান। ২০২০ সালে অভিষেকের পর এতদিন শতরান পাননি তিনি। তাি বলা যেতে পারে বাংলাদেশ সিরিজ স্মরণীয় হয়ে রইল দুই তারকার জন্য।

Related articles

বাগমারির কাছে ভয়াবহ দুর্ঘটনা, পরপর গাড়ি-বাইকে ধাক্কা বেপোরয়া মিনিবাসের

দিনে দুপুরে খাস কলকাতার মনিকতলা ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বাগমারি এলাকায় বেপরোয়া মিনিবাস ধাক্কা দেয় একটি গাড়ি ও...

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...
Exit mobile version