Tuesday, August 26, 2025

লালন শেখের মৃত্যুর তদন্তভার ইতিমধ্যেই হাতে নিয়েছে সিআইডি। সেইমতো চলছে তদন্ত। বৃহস্পতিবারের পর শুক্রবার সকালেও বগটুইয়ে মৃত লালন শেখের বাড়িতে যান সিআইডি আধিকারিকরা। সেখানে লালনের স্ত্রী রেশমা বিবির সঙ্গে কথা বলেন তাঁরা। রেকর্ড করা হয় রেশমার বয়ানও।

আরও পড়ুন:Lalan Sheikh : লালন শেখের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

বৃহস্পতিবারও লালন তদন্তে বগটুইয়ে যায় সিআইডি। সেখানে তৃণমূল উপপ্রধান ভাদু শেখের মৃত্যুতে অভিযুক্ত জাহাঙ্গির শেখের ভাইয়ের সঙ্গে কথা বলে। রেকর্ড করা হয় জাহাঙ্গিরের বয়ান। সিবিআই হেফাজতে থাকাকালীন লালনকে মারধর করা হয়েছিল কিনা, তাঁকে কোনওরকম ভয় দেখানো হয়েছিল কিনা, সেসব বিষয়ে একাধিক প্রশ্ন করা হয়। রেকর্ড করা হয় তাঁর বয়ান। এরপর শুক্রবার ফের বগটুইয়ে সিআইডি আধিকারিকরা।

প্রসঙ্গত, সিবিআই হেফাজতে থাকাকালীন লালন শেখের মৃত্যুর পর কেন্দ্রীয় সংস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও CBI দাবি করে আত্মহত্যাকরেছে লালন। কিন্তু তা মানতে চাননি লালনের স্ত্রী। সংবাদমাধ্যমের সামনে তিনি সাফ জানিয়েছিলেন, লালনকে খুনকরেছে সিবিআই। এমনকি CBI-এর সাত আধিকারিকের নামে অভিযোগও দায়ের করেন তিনি। সিবিআই-এর শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়ে লালনের পরিবার ও গোটা বগটুইবাসী। দফায় দফায় শুরু হয় বিক্ষোভ। এরপরই লালন খুনের তদন্তভার নেয় সিআইডি।

আধিকারিকদের নাম উল্লেখ করে রেশমা বিবি দাবি করেন, তাঁদের বার বার হুমকি দেওয়া হয়েছে। লালনকে মেরে ফেলা হবে বলে ভয় দেখানো হয়েছে। কখনও হার্ড ডিস্ক না পেলে ৫০ লক্ষ টাকা চাওয়া হয়েছে। তাঁর আরও অভিযোগ, তাঁর স্বামীকে শারীরিক নির্যাতন করে মেরে ফেলেছে সিবিআই।এমনকি এই নিয়ে সিবিআইয়ের আধিকারিকদের অবিলম্বে গ্রেফতারির দাবিতে সোচ্চার হন তিনি। বিষয়টি নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। সেখানে বিচারপতি সাফ জানিয়ে দেয়, মামলাতে লালনের স্ত্রীকেও যুক্ত করতে হবে। এরপরই তাঁর বয়ান রেকর্ড করল সিআইডি।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version