Sunday, August 24, 2025

KIFF 2022: চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাংলাদেশি ‘হাওয়া’র সাংবাদিক সম্মেলনে

Date:

বিশ্ব মিলল ছবির মেলায়। বাংলাদেশ থেকে ছবি নিয়ে হাজির ‘ হাওয়া’ (Hawa)। পরিচালক মেজবাউর রহমান সুমন (Mejbaur Rahman Suman) তাঁর প্রথম পরিচালনাতে ঝড় তুলেছেন। তাঁর অনুভূতিকে দর্শকের সামনে তুলে ধরেছেন বলেই শুক্রবার নন্দন ৪ (Nandan 4) প্রেক্ষাগৃহে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করার দায়িত্ব ছিল সুদেষ্ণা রায়ের (Sudeshna Roy) উপর। হাওয়া সিনেমার অভিনেত্রী নাজিফা তুশি (Nazifa Tushi) এই সাংবাদিক সম্মেলনে জানান এখনও তিনি যেন চরিত্রের মধ্যেই বিলীন হয়ে আছেন।

অভ্যাসকে আঘাত করে নতুন ভাবনার প্রেক্ষিত তৈরি করতে চান পরিচালক মেজবাউর রহমান সুমন (Mejbaur Rahman Suman)। কলকাতার প্রতি টান সাহিত্যের পাতা থেকেই শুরু তাঁর। তবে প্রথম ছবি ঘিরে এই উচ্ছ্বাস আগামীর জন্য আরও বড় দায়িত্ব দিয়ে যায় বলে মনে করছেন তিনি। উপস্থিত ছিলেন প্রযোজক অজয় কুন্ডু। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival)বাংলাদেশের হাওয়ার আলোচনা চক্র একটা বাড়তি পাওনা বলে দাবি তাঁর। এই ছবির অন্যতম আকর্ষণ চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury) ,কিছুটা তাঁর টানেই আচমকাই সাংবাদিক সম্মেলনে হাজির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। রসিকতা করে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালকের বাংলাদেশ কানেকশনের কথাও বলেন সুদেষ্ণা রায়।

সৃজিত জানান চঞ্চল চৌধুরীর অভিনয়ের ‘ কারাগারে ‘ বন্দি তিনি। সৃজিত বাংলাদেশের পরিচালককে এই ছবির ভিএফএক্স সম্পর্কে প্রশ্ন করলে মেজবাউর জানান এই ছবির প্রায় ৯৯ শতাংশ অরিজিনাল শুটিং, VFX এর জায়গা ছবিতে প্রায় নেই বললেই চলে। এরপরই সৃজিত বলেন এটা একটা মিরাকেল ছাড়া কিছুই নয়। এই ছবির অন্যতম আকর্ষণ চঞ্চল চৌধুরী। তিনি বলেন বাংলাদেশের বিজয় দিবসে কলকাতার বুকে এই ‘ হাওয়া’ যেন দুই বাংলার মেলবন্ধনের স্পষ্ট প্রমাণ।

অভিনেতা জানান যেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছিল তাতে আর শুটিংয়ে বিশেষ কিছু করতে হয় নি। কাজের মাঝে ‘বুলবুল ‘ঝড়ের মুখোমুখি হতে হয় পুরো টিমকে। মাঝ সমুদ্রে ঝড়ের মধ্যে আটকে পড়েন তাঁরা। রোমহর্ষক অভিজ্ঞতার কথাই উল্লেখ করেন তিনি। সবশেষে চঞ্চল চৌধুরী আর সৃজিত মুখোপাধ্যায় জুটি একসঙ্গে কাজের একটা ইঙ্গিত মিলল এই সম্মেলনে। প্রত্যাশার পারদ চড়ছে দর্শকের মনে।

 

 

Related articles

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...
Exit mobile version