Wednesday, December 3, 2025

১৪৪৩ দিন পর টেস্ট কেরিয়ারের দ্রুততম শতরান পূজারার

Date:

Share post:

বাংলাদেশের বিরুদ্ধে জ্বলে উঠেছে ভারতের ব্যাটিং। আসলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকতে গেলে বাংলাদেশ সিরিজটা গুরুত্বপূর্ণ ভারতের সামনে। আর এই সিরিজের প্রথম ম্যাচেই দাপট দেখাল ভারত। পরপর দুটো ইনিংসে দলের হয়ে ব্যাটিং করেছেন চেতেশ্বর পূজারা। প্রথম ইনিংসে অল্পের জন্য শতরান হাতছাড়া হলেও দ্বিতীয় ইনিংসে শতরান পেলেন দুরন্ত গতিতে।পরিসংখ্যান বলছে, ১৪৪৩ দিন বাদে তিনি টেস্টে সেঞ্চুরি করলেন। প্রায় তিন বছরের সেঞ্চুরি খরা কাটালেন চেতেশ্বর পূজারা।বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে পূজারার আগে সেঞ্চুরি করেন শুভমন গিল।

এই সেঞ্চুরির মধ্যে দিয়ে পূজারা কেরিয়ারের ১৯ তম সেঞ্চুরিটি করলেন। দ্বিতীয় ইনিংসে পুজারা করেন ১০২ রান। ১৩০ বলে তিনি এই রান করেন। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার। তবে তিনি আরও বেশি রান করতে পারতেন, কিন্তু তারপরই ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত।এটি পুজারার দ্রুততম টেস্ট শতরান। তিনি প্রথম ৫০ রান করতে নেন ৮৭ বল। আর দ্বিতীয় ৫০ রান করতে নেন ৪৩ বল।

২০১৯ সালে জানুয়ারি মাসে পূজারা সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সেঞ্চুরি করেছিলেন। তারপর আর সেঞ্চুরি আসেনি তাঁর ব্যাট থেকে। এরপর দল থেকে বাদ পড়েন তিনি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলে ফের জাতীয় দলে সুযোগ পান। তাও জায়গা পাকা করতে পারেননি। কাউন্টি ক্রিকেট খেলে প্রত্যাবর্তন করেন জাতীয় দলে। শেষবার তিনি টেস্ট ম্যাচ খেলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহামে। যেখান দুটো ইনিংসে তিনি যথাক্রমে ১৩ ও ৬৬ রান করেন। বাংলাদেশের বিরুদ্ধে এবার পেলেন বহু প্রতিক্ষিত সেঞ্চুরি।

বাংলাদেশে বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয় ইনিংসে পূজারা বাদেও শতরান করেন শুভমন গিল। তিনি ১১০ রান করেন। এটা শুভমন গিলের টেস্ট কেরিয়ারের প্রথম শতরান। ২০২০ সালে অভিষেকের পর এতদিন শতরান পাননি তিনি। তাি বলা যেতে পারে বাংলাদেশ সিরিজ স্মরণীয় হয়ে রইল দুই তারকার জন্য।

spot_img

Related articles

বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষমদের সুবিধার্থে বিশেষ প্রকল্পের কথা স্মরণ মুখ্যমন্ত্রীর

প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস(International Day of Persons with Disabilities) হিসেবে পালিত হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল...

‘স্মৃতি’ হারিয়ে ভক্তিপথে পলাশ! প্রেমানন্দজী মহারাজের আশ্রমে হাজির বলিউড সুরকার

ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানের (Smriti Mandhana) সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিয়ের...

ভাঙন রোধে মোদি সরকার কিছু করেনি, ২০০ কোটি টাকা দিয়েছে রাজ্য: মালদহে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

মালদহ ও মুর্শিদাবাদের প্রধান সমস্যা গঙ্গা-ভাঙন। কিন্তু সেই ভাঙন (Erosion) রোধে কিছুই করেনি কেন্দ্রে বিজেপি (BJP) সরকার। বুধবার...

বকেয়া টাকা মেটানোর দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের, খতিয়ান তুলে কেন্দ্রকে তোপ দোলার 

১০০ দিনের কাজ গ্রামীন আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। এর...