Monday, August 25, 2025

ফের জামিনের আবেদন নাকচ।এবারও কাঠগড়ায় সেই প্রভাবশালী তকমা। গরুপাচার কাণ্ডে যাঁদের জামিন হয়েছে, অনুব্রত তাঁদের চেয়ে অনেক বেশি প্রভাবশালী, এই যুক্তিতে অনুব্রতর জামিনের আর্জিতে শুক্রবারও নাকচ করে দিলেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। এদিন শুনানির শেষে উভয়পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। পরে আসানসোলে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ চলাকালীন ইডি-ও গ্রেফতার করে তাঁকে। শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে ছিল অনুব্রতর জামিন মামলার শুনানি।

এদিনের শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অনুব্রতর আইনজীবী কপিল সিব্বল। আদালতে তিনি বলেন, সুপ্রিম কোর্টে এনামুল হক জামিন পেয়েছেন। সতীশ কুমার জামিন পেয়েছেন। তিনিও এই মামলার অন্যতম অভিযুক্ত। গত ৬ অক্টোবর চার্জিশিটও পেশ করা হয়েছে আদালতে। গত চারমাস ধরে জেলে বন্দি অনুব্রত। তা ছাড়া, ইডির করা এফআইএর-ও অন্য আদালতে বিচারাধীন। শুধুমাত্র, প্রভাবশালী তকমার কারণে জেলে আটকে রাখা হচ্ছে অনুব্রতকে।

যদিও এরপরও বিচারপতি বাগচি মন্তব্য করেন, যাঁরা জামিন পেয়েছেন, তাঁদের থেকে মামলাকারী (অনুব্রত) অনেক বেশি প্রভাবশালী। এই মামলায় শুধু সাক্ষীরাই নন, একজন বিচারকও হুমকি পাওয়ার কথা জানিয়েছেন। সিবিআই জানিয়েছে, মনোজ সানা এই মামলার অন্যতম সাক্ষী, অথচ তিনি নিরুদ্দেশ। তদন্তের এই সময়ে সাক্ষীদের বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। এইসময় বিচারক নিজেই হুমকি পেলে সেটা আদালত কী ভাবে তুচ্ছ করে দেখবে? এরপরে অনুব্রতের আইনজীবী পাল্টা দাবি করেন, এগুলো কেস ডায়রিতে উল্লেখ করা হলেও তা এখনও প্রমাণিত হয়নি। এছাড়াও, সিব্বলের বক্তব্য, গরু পাচার মামলায় অনুব্রত মূলচক্রী নন। মূলচক্রী এনামুল হক। এখনও পর্যন্ত কোনও কিছুই পাওয়া যায়নি অনুব্রতের বিরুদ্ধে।

যদিও কলকাতা হাইকোর্টের বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চ ফের অনুব্রতকে জেল হেফাজতেই পাঠান।

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version