Saturday, May 3, 2025

কঠিন পরিস্থিতির মুখে পড়বে ভারত! দেশের অর্থনীতি নিয়ে রাহুলের সঙ্গে আলাপচারিতায় রাজন

Date:

আগামী বছর ভারতের কাছে অত্যন্ত কঠিন হতে চলেছে। আগামী বছর ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার যদি ৫ শতাংশও হয়, তাহলে আমরা নিজেদের ভাগ্যবান মনে করব। এমনই মন্তব্য করলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন (Raghuram Rajan)। গত বুধবারই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) পা মিলিয়েছিলেন বর্তমানে হার্ভার্ডের অর্থনীতির অধ্যাপক। আর এবার আর্থিক নীতি নিয়ে কেন্দ্রকে বিঁধলেন রাজন। তবে এই প্রথম নয়, বরাবরই কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে মোদি সরকারের (Narendra Modi Government) বিড়ম্বনা বাড়িয়েছেন তিনি।

সম্প্রতি রাহুল গান্ধী নিজের ইউটিউব চ্যানেলে (You Tube Channel) রঘুরাম রাজনের সঙ্গে ভারতীয় অর্থনীতি নিয়ে আলাপচারিতার (Conversation) একটি ভিডিও আপলোড করেন। সেখানে ভারতীয় অর্থনীতি নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন আরবিআই-এর প্রাক্তন গভর্নর। তাঁর মতে, আগামী বছর ভারতের জন্য কঠিন হতে চলেছে। পাশাপাশি, আমেরিকা এবং অন্যান্য দেশের অর্থনীতির সঙ্গে ভারতের তুলনা করেন রাজন। তিনি বলেন, দেশে কোভিড (Covid 19) সমস্যা ছিল বটে। তবে ভারতের অর্থনীতি কোভিডের আগে থেকেই মন্থর ছিল। আমরা প্রকৃতপক্ষে এমন সংস্কার করিনি যা অর্থনীতির বৃদ্ধিতে সাহায্য করবে।

তবে এখানেই শেষ নয়, রাহুলকে দেওয়া এক সাক্ষাৎকারে রঘুরাম রাজন বলেন, বেশিরভাগ গুরুত্বপূর্ণ দর বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে কমেছে রপ্তানির পরিমাণও। পাশাপাশি আগামী বছর ৫ শতাংশ হারে অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে বেশ চাপে পড়তে হবে ভারতকে। আর যদি সেটা হয়, তাহলেও আমাদের নিজেদের ভাগ্যবান মনে করা উচিত। রাজন জানান, জিডিপি (GDP) বৃদ্ধির হারে সমস্যা হল, আপনি কীসের ভিত্তিতে সেটা মাপছেন, তার উপর নির্ভর করে এটা কতটা ভাল কতটা খারাপ।

 

 

Related articles

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...
Exit mobile version