অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে চায় ইডি, শুনানির পর রায়দান স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট

বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে(Anubrata Mondal) দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি(ED)। এই মর্মে দিল্লি আদালতে দায়ের মামলার শুনানি হল সোমবার। এদিন দীর্ঘ শুনানির পর মামলার রায়দান স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট(Delhi HighCourt)। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই দিনই মামলার রায়দান হতে পারে বলে জানা যাচ্ছে।

অনুব্রত মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশ ছিল, মামলার বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে রাউস অ্যাভেনিউ আদালত। সেই অনুযায়ী শনিবার আদালতে মামলাটির শুনানি হয়। সকাল সাড়ে ১০টার পর শুনানি শুরু হয়েছিল। তা চলেছে প্রায় দেড় ঘণ্টা। মামলায় অনুব্রত মণ্ডলের আইনজীবী কপিল সিব্বল সহ অন্যান্য আইনজীবীরা প্রশ্ন তোলেন রাউস অ্যাভেনিউ আদালতে এই মামলার শুনানি চলতেই পারে না। যেখানে আর্থিক তছরুপের ঘটনা ঘটেছে, সেখানে শুনানি হওয়া উচিত। পাল্টা ইডির আইনজীবীর তরফে জানানো হয়, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রতকে দিয়ে নিয়ে আসা প্রয়োজন। আর যে যুক্তি অনুব্রতর আইনজীবীর তরফে দেওয়া হচ্ছে তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

শেষ পর্যন্ত এই মামলার রায়দান স্থগিত রাখে আদালত। মনে করা হচ্ছে আগামী সোমবার এই মামলার শুনানিতে হতে পারে রায়দান। আপাতত এই সপ্তাহের জন্য রাজ্যেই থাকছেন অনুব্রত।