Saturday, August 23, 2025

Berlin : সিলিন্ড্রিক্যাল অ্যাকোয়ারিয়াম ভেঙে বিপত্তি, মৃত ১,৬০০ প্রজাতির মাছ

Date:

Share post:

অ্যাকোয়ারিয়াম (Aquarium)ভেঙে জলে ভাসল রাস্তা, হোটেলের মেঝে ভেসে গেল জলে। জলের তোড়ে ভাঙল আসবাব। ১৬ ফুটের এই অ্যাকোয়ারিয়াম (Big aquarium) কী ভাবে ভেঙে খানখান হয়ে গেল, তা নিয়ে সবাই অবাক। অ্যাকোয়ারিয়ামে ১০ লক্ষ লিটারেরও বেশি জল ছিল। প্রায় ১,৬০০ প্রজাতির মাছ মারা গিয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

হোটেলের অ্যাকোয়ারিয়াম ভেঙে এত বড় ঘটনা কার্যত অবাক করেছে সবাইকে। সিলিন্ড্রিক্যাল অ্যাকোয়ারিয়ামটি (Cylindrical aquarium) ফেটে যাওয়ার পর জলে ভেসে যায় আশপাশের জায়গা। এ ছাড়া ভবনের ভেতর কাচের টুকরো ও অন্যান্য আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।শুক্রবার জার্মানির (Germany)রাজধানী শহর বার্লিনের (Berlin)নামী হোটেলে (Radisson Blue)থাকা সেই অ্যাকোয়ারিয়াম ভেঙে জল গড়িয়ে যায় রাস্তায়। মাছও ছড়িয়ে পড়ল শহরের রাজপথে। অ্যাকোয়ারিয়ামের হাজার হাজার গ্যালন মাছ ভর্তি জলে কার্যত প্লাবিত হোটেলের আশপাশের রাস্তা। হুড়োহুড়ি পড়ে যায় রাস্তায়।

বার্লিনের দমকল বিভাগের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অ্যাকোয়ারিয়ামটি পুরোপুরি অকেজো হয়ে গিয়েছে। বার্লিন পুলিশ জানিয়েছে, বিখ্যাত এই অ্যাকোয়ারিয়ামের তো ক্ষতি হয়েইছে, মারা গিয়েছে অ্যাকোয়ারিমের সব বাসিন্দা। তা ছাড়া এই অ্যাকোয়ারিয়াম ভেঙে কাচের টুকরোয় গুরুতর আহত হয়েছেন দুই পথচারী। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অ্যাকোয়ারিয়াম ভেঙে পড়ায় অসুবিধায় হোটেলে আসা অতিথিরাও। জলে ভাসছে পুরো হোটেল। এর মধ্যে প্রায় ৪০০ অতিথিকে ওই হোটেল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ২০১৯ সাল থেকে এই অ্যাকোয়ারিয়াম দেখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। ৩ বছরের বেশি সময় ধরে সংস্কারের কাজ হচ্ছিল। তবে ১৮ মাস পর অ্যাকোয়ারিয়াম খুলতেই বিপত্তি। বিপুল ক্ষতির মুখে ওই হোটেল কর্তৃপক্ষ। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা সেটা স্পষ্ট নয়।

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...