বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয়ের জন‍্য দরকার ৪ উইকেট

অন্যদিকে বাংলাদেশের জিততে দরকার ২৪১ রান। ক্রিজে রয়েছেন অধিনায়ক শাকিব আল হাসান ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের চতুর্থ দিনের শেষে বাংলাদেশের রান সংখ‍্যা ৬ উইকেট হারিয়ে ২৭২। ভারতের জয়ের জন‍্য দরকার মাত্র ৪ উইকেট। অন্যদিকে বাংলাদেশের জিততে দরকার ২৪১ রান। ক্রিজে রয়েছেন অধিনায়ক শাকিব আল হাসান ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

বাংলাদেশের সামনে ৫১৩ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। সেই রানের জবাবে তৃতীয় দিনের শেষে বাংলাদেশের রান ছিল বিনা উইকেটে ৪২। ম্যাচ জিততে দরকার ছিল ৪৭১ রান। আর চতুর্থ দিনে বাংলাদেশ করল ২৩০ রান। বাংলাদেশের হয়ে দুরন্ত ইনিংস খেললেন ওপেনিং জুটি নাজমুল হোসেন শান্তো ও জাকির হাসান। ৬৭ রান করেন শান্তো। ১০০ রান করেন জাকির হাসান। লিটন দাস করেন ১৯ রান। ৪০ রানে অপরাজিত শাকিব। ৯ রানে অপরাজিত মেহেদি হাসান মিরাজ। ভারতের হয়ে ৩ উইকেট নেন অক্ষর প‍্যাটেল। একটি করে উইকেট নেন উমেশ যাদব, রবীচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব।

 

Previous articleআগামিকাল বিশ্বকাপ ফাইনাল, ফ্রান্সের জয়ের প্রার্থনায় সাজছে চন্দননগর
Next articleKIFF 2022 : সিনে আড্ডায় “ভাত আর বিরিয়ানির তফাৎ” বোঝালেন প্রসেনজিৎ