Wednesday, November 5, 2025

KIFF 2022 : সিনে আড্ডায় “ভাত আর বিরিয়ানির তফাৎ” বোঝালেন প্রসেনজিৎ

Date:

Share post:

২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (28th Kolkata International Film Festival) শনিবারের নন্দন চত্বর জমজমাট ‘সিনে আড্ডা’র(Cine Adda) প্ল্যাটফর্মে। চলচ্চিত্রপ্রেমী মানুষের কাছে অন্যতম আকর্ষণ এই বিশেষ প্ল্যাটফর্ম। ১৭ ডিসেম্বর বিকেল থেকেই কানায় কানায় পূর্ণ একতারা মঞ্চ (Ektara Mancha)সংলগ্ন চত্বর।কারণ ততক্ষণে সবার কাছে শনিবারের সিনে আড্ডার তারকাদের তালিকা পৌঁছে গেছে। ঘড়ির কাঁটায় প্রায় সাড়ে ৬টা নাগাদ মঞ্চে উপস্থিত হলেন স্বরূপ বিশ্বাস(Swarup Biswas)। মাইক্রোফোন হাতে নিয়েই তিনি বলেন আজকের আড্ডার বিষয় ‘তারকা না চরিত্র’। অর্থাৎ স্টার (Star)আর স্টারডমের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ তাই নিয়েই আজকের সিনে আড্ডা। আলোচনাচক্রে হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury), বনি সেনগুপ্ত (Boni Sengupta), কৌশানি, ইশা সাহা (Isha Saha), ‘ হাওয়া’ খ্যাত অভিনেত্রী নাজিফা তুসি এবং চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন রাজ চক্রবর্তী(Raj Chakraborty)। সঞ্চালনার দায়িত্বে টলিউডের ‘মন্টু পাইলট’ সৌরভ দাস(Sourav Das)।

শনিবারের সিনে সন্ধ্যায় প্রাণবন্ত এক আলোচনা চক্রের সাক্ষী থাকল কলকাতা। লার্জার দ্যান লাইফ হয়ে ওঠা চরিত্ররা কোথাও কি তারকা সত্তাকে ছাপিয়ে যাচ্ছে? ঠিক এই জায়গাতেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর সিনেমার ডায়ালগ বলে ভাত আর বিরিয়ানির পার্থক্য মনে করান। চরিত্রটাই আসল কাজের মাধ্যমে যে কিনা স্টার হয়ে উঠতে পারে বলেই মত সকলের। আলোচনায় আড্ডা গল্পের মাঝেও খুনসুটিতে মেতে ওঠেন সৌরভ – রাজ দুজনেই। তবে অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে বারবার ধরা পড়ল একটাই নাম অনির্বাণ ভট্টাচার্য । তিনি এলেন দেখলেন আর জয় করলেন। অনির্বাণ বললেন, তিনি ‘স্টার’ শব্দটা ভালোবাসেন কিন্তু তিনি স্টার হতে চান না। উপস্থিত প্রত্যেকে অভিনেতাদের একটাই মত কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়া । তাই চরিত্র আর তারকা দুজনেই যেন একে অন্যের পরিপূরক। এই আড্ডায় চলা তর্ক বিতর্ক সিনে বোদ্ধা থেকে সাধারণ মানুষের মধ্যে দারুণ কিছু ভাবনার জন্ম দিয়ে গেল। চঞ্চল চৌধুরী বলেন, দর্শকের রুচি বদলাচ্ছে তাই সেটাই সিনেমাকে প্রভাবিত করছে।এখন কনটেন্ট আসল হিরো। বনি এবং কৌশানি দুজনেই বলেন দর্শকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়াটাই আসল লক্ষ্য। অনির্বাণের কথায় উঠে আসে অত্যন্ত গভীর এক ভাবনা। তিনি বলেন, যেটা সাধারণ মানুষ পারেন না সেটাই চরিত্ররা স্টার হয়ে করে ফেলেন আর এটাই সবাই দেখতে চান। পাশাপাশি তিনি তাঁর মেসি প্রেমের কথা উল্লেখ করে বলেন, রবিবার তিনি লিওনেল মেসিকে স্টার হিসেবেই কাপ হাতে তুলে নিতে দেখতে চান।

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয়ের জন‍্য দরকার ৪ উইকেট

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...