Wednesday, August 27, 2025

কলকাতা পুলিশের  সাফল্য, ঋণ অ্যাপে প্রতারণাচক্রের মাস্টারমাইন্ড গ্রেফতার

Date:

ঋণ অ্যাপে প্রতারণাচক্রের মাস্টারমাইন্ড গ্রেফতার। মহারাষ্ট্রের বাসিন্দা ধৃত তরুণী দুবাই থেকে প্রতারণার কারবার চালাচ্ছিলেন। বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসার সময় গ্রেফতার। গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার শাখা। ঋণ দেওয়ার নাম করে তথ্য হাতিয়ে ব্ল্যাকমেলিং-এর অভিযোগ ওঠে। ২৭ জুন লালবাজারে একটি অভিযোগ দায়ের হয়। এর আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়। এবার এই প্রতারণা চক্রে জালে খোদ মাস্টারমাইন্ড সোনিয়া খারাতমল।

পুলিশ সূত্রে খবর, ঋণ দেওয়ার নাম করে তথ্য হাতিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ ওঠে ওই যুবতীর বিরুদ্ধে। আর প্রতারণা করে একাধিক ব্যক্তির থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন তিনি। গত ২৭ জুন লালবাজারে এই নিয়ে একটি অভিযোগ দায়ের হয়েছিল। তবে তার আগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছিল একই ঘটনায়। তাদের জেরা করে এই মাস্টারমাইন্ডের কথা জানা যায়। তখন তদন্ত করে দেখা যায় এই যুবতী দুবাইয়ে বসে প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছেন। আর সব নথি তখনই জোগাড় করে ফেলা হয়।
যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছিল তারা বাংলা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে প্রতারণা করেছিল। এইসব রাজ্যে তাদের প্রতারণার জাল বিস্তার করেছে। তবে‌ এবার পুলিশের জালে স্বয়ং মাস্টারমাইন্ড। দুবাই থেকে বসে বাকি প্রতারকদের কন্ট্রোল করতেন এই যুবতী। কথাবার্তায় চৌখস এই যুবতী প্রযুক্তির দিক দিয়েও বেশ দক্ষ।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version