Sunday, August 24, 2025

শুক্রবার ঘরের মাঠে মুম্বই সিটি এফসির কাছে ৩-০ গোলে হারে ইস্টবেঙ্গল এফসি। এই হারের ফলে চলতি আইএসএলে ১০টি ম্যাচের মধ্যে সাতটিতেই হেরে গেল স্টিফেন কনস্ট‍্যান্টাইনের দল। আগের ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে হারের পর ঘরের মাঠেও মুম্বই সিটির বিরুদ্ধে হেরে গেল লাল-হলুদ শিবির। আর এই কারণে হতাশ লাল-হলুদ কোচ। বললেন, দলের ছেলেরা যথেষ্ট চেষ্টা করলেও, দু’দলের মানের ফারাকই ম‍্যাচে তফাৎ গড়ে দিয়েছে।

ম‍্যাচ শেষে স্টিফেন বলেন,” ওদের সীমাহীন বাজেট। ওদের ছয় বিদেশিই খুব ভাল। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে অর্ধেকই জাতীয় দলের হয়ে খেলে। আমাদের এ সব কিছুই নেই। তাই এটা অবধারিত ছিল। তাই ম‍্যাচের ফলাফল এরকম হল”।

মুম্বইয়ের বিরুদ্ধে ডুরান্ড কাপে ম‍্যাচ জিতলেও, আইএসএল-এ এই  ম‍্যাচে ৩-০ হার। এই নিয়ে স্টিফেন বলেন,”ছেলেদের চেষ্টায় কোনও খামতি ছিল না। যথাসাধ্য খেলেছে ওরা। এমন একটা দলের বিরুদ্ধে আমরা খেলতে নেমেছিলাম, যাদের পরিবর্ত খেলোয়াড়রাই ওদের প্রথম এগারোয় খেলার যোগ্য। ওদের যা দেখাবার ওরা দেখিয়েছে। আমাদের হাতে এর বেশি কিছু নেই। প্রাক মরশুমের ম্যাচের সঙ্গে এই ম্যাচের তুলনা করা ঠিক হবে না। সেই ম্যাচে ১২ দিন অনুশীলন করে খেলতে নেমেছিলাম আমরা। ওরা পুরো দল নিয়েই নেমেছিল। তবু আমরা জিতেছিলাম। ওটা একটা অর্থহীন ম্যাচ ছিল।”


 

Related articles

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...
Exit mobile version