Monday, November 3, 2025

রবিবাসরীয় শহর যেন মিনি কাতার ! মেসির বিশ্বজয়ের অপেক্ষায় কলকাতা

Date:

Share post:

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই বিশ্ব ফুটবলে (World Football) মহারণ। মুখোমুখি হতে চলেছে হেভিওয়েট দুই দল আর্জেন্টিনা ও ফ্রান্স (Argentina v/s France)। আর সেই বিশ্বকাপ (FIFA World Cup) জড়ে কাবু সারা পৃথিবী। বাদ যায়নি শহর কলকাতাও (Kolkata)। ফুটবল হোক বা ক্রিকেট ক্রীড়াপ্রেমী বাঙালির উন্মাদনা যে অন্যান্য প্রান্তের মানুষের থেকে কিছুটা হলেও এগিয়ে তা বলার অপেক্ষা রাখে না। আর রবিবাসরীয় সেই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরেই নীল সাদা জার্সিতে সেজে সকাল থেকেই শহরের অলিতে গলিতে মেসি (Lionel Messi) সমর্থকদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। এদিন সকালে কলকাতার বিভিন্ন পাড়া থেকে শুরু করে চায়ের ঠেক বা ক্লাব আর্জেন্টিনা তথা ফুটবল সমর্থকরা দলের কাট আউট দিয়ে সাজিয়ে তুলেছে এলাকা। পাশাপাশি চলছে সেলিব্রেশনের প্রস্তুতিও। এদিকে রবিবার সকালে ময়দানের বিভিন্ন দোকানে আর্জেন্টিনার জার্সি কিনতে ভিড় জমিয়েছেন খুদে থেকে বড় সমস্ত বয়সের সমর্থকরা। তবে শেষ হাসি কোন দল হাসবে তা জানার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতেই হবে ফুটবলপ্রেমীদের। তবে মেসিই যে হাসি হাসবেন তা এক প্রকার নিশ্চিত সমর্থকরা।

আমরাই চ্যাম্পিয়ন হচ্ছি, আর্জেন্টিনা সমর্থকদের মুখে এখন এই একটাই কথা। কেউ আবার বলছেন পাগলের মতো লাগছে। সারা জীবনে এইধরণের অভিজ্ঞতা আগে কখনও হয়নি, ফাইনাল ম্যাচের আগে এভাবেই নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন আর্জেন্টিনা সমর্থকরা।

সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। দেশের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামছেন লিওনেল মেসি। ফ্রান্সের বিপক্ষে জয়ই এখন একমাত্র লক্ষ্য এল এম টেনের। ৩৬ বছর পর ফের কাপ জয়ের সুযোগ আর্জেন্টিনার সামনে। ইতিমধ্যে ম্যাচকে কেন্দ্র করে কাতারে ভিড় করতে শুরু করেছেন নীল সাদা জার্সিধারীরা। ফাইনালের টিকিট জোগাড় করতে মরিয়া হয়ে উঠেছেন সমর্থকরা। কাতারের রাজধানীর আশেপাশে সৌক ওয়াকিফ মার্কেট এবং ফ্যান জোনে নীল-সাদা রং-এর ঢেউ। বিশ্বকাপের চূড়ান্ত লড়াই চাক্ষুশ করতে কাতারে কারে মানুষ ভিড় করছে শহরে। সূত্রের খবর কমপক্ষে ৪০ হাজার আর্জেন্টিনীয় দোহায় রয়েছেন। আর্জেন্টিনা থেকে ম্যাচ দেখতে আসার জন্য বিশেষ বিমানেরও ব্যবস্থা করা হয়েছে। কাতারে সর্বত্রই দেখা মিলছে ১০ নম্বর নীল-সাদা জার্সিধারীদের।

 

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...