Monday, May 5, 2025

কারোর হাতে রয়েছে হনুমান চালিশা, কেউ আবার গেরুয়া পতাকা নিয়ে প্রতিবাদী। কারণ কী? শাহরুখ খানের (Shah Rukh Khan) আগামী ছবি ‘পাঠান’ (Pathan) বয়কট করার দাবি। মধ্যপ্রদেশ থেকেই বিরোধিতার সূত্রপাত। এবার জব্বলপুরের কাছে ভেদাঘাটে শাহরুখের ‘ডাঙ্কি’ ছবির শ্যুটিংয়েও (Dunki Shooting) বাধা সৃষ্টি করে বিক্ষোভ শুরু।

শুক্রবার ‘বেশরম রং’ (Besharam Rang) নামক গানে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) গেরুয়া রঙের পোশাকের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন করনি সেনার সদস্যরা (Karni Sena Members)। সমর্থন জানায় অন্যান্য হিন্দু সংগঠন গুলিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভেদাঘাটে পুলিশ মোতায়েন করতে হয়। প্রসঙ্গত, ‘বেশরম রং’ শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘পাঠান’-এর প্রথম গান। শিল্পা রাওয়ের (Shilpa Rao)কণ্ঠে এই গান এখনও ট্রেন্ডিং। স্পেনের (Spain) দুর্দান্ত লোকেশনে এই গানের শ্যুটিং হয়েছে। বিতর্কের মাঝেও যেন পাবলিসিটি হচ্ছে এই গানের, বাড়ছে ভিউ। গানের শেষে গেরুয়া রঙের এক বিকিনিতে দেখা যায় দীপিকাকে, যা হিন্দু ভাবাবেগে আঘাত করেছে বলে দাবি দক্ষিণপন্থীদের। এই বিতর্ক কার্যত দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। লখনউতেও ‘পাঠান’-এর বিরুদ্ধে বিক্ষোভ করেছে করনি সেনা। জব্বলপুরে ‘ডাঙ্কি’র শ্যুটিং স্পটের বাইরে একদল করনি সেনা সদস্য প্রতিবাদ করতে থাকেন। কিং খানের আগামী ছবি ‘ডাঙ্কি’ নিয়ে নিজেও আশাবাদী শাহরুখ, কিন্তু ‘পাঠান’ বিতর্কের জের এইভাবে ‘ডাঙ্কি’ ছবির শুরুর মুহূর্তে সমস্যা তৈরি করায় বিষয়টিকে ভাল চোখে দেখছেন না নির্মাতারা বলেই টিনসেল টাউনে খবর। বিক্ষোভকারীদের অভিযোগ শাহরুখ খান এবং ‘পাঠান’ নির্মাতারা ছবিতে ‘অশালীন’ এবং ‘আপত্তিকর’ ভাবে গেরুয়া রঙের ব্যবহার দেখিয়েছেন যা কখনই সমর্থনযোগ্য নয়। পাশাপাশি তাঁরা বলেন নর্মদা নদী অত্যন্ত পবিত্র বলেই ধরা হয়। সেই নদীর তীরে কিংখানের ছবির সিনেমার শ্যুটিং বন্ধ করতে হবে বলে দাবি করেন তাঁরা। বিক্ষোভকারীরা ছবির শ্যুটিং স্পট শুদ্ধিকরণের কথাও জানান বলে খবর।

 

Related articles

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজনীতি! ‘অপহরণে’ অভিযুক্ত বিজেপি

সামশেরগঞ্জের অশান্তি ঘিরে রাজ্য বিজেপি যে নিজেদের ভিত শক্ত করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের আস্থা অর্জনে...

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...

দুপুরে মুর্শিদাবাদ রওনা মুখ্যমন্ত্রীর, সেজে উঠেছে বহরমপুর

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার...

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...
Exit mobile version