Saturday, August 23, 2025

Bhawanipore: সুইমিং ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের জের! রবিবারই ঘটনাস্থলে ফরেনসিক টিম  

Date:

ফের ভয়াবহ আগুন কলকাতায় (Kolkata)। শনিবার রাত ১০টা ২০ নাগাদ দক্ষিণ কলকাতার ভবানীপুরের সুইমিং ক্লাবে (Bhawanipore Swimming Club) আচমকাই আগুন লেগে যায়। পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে রবিবারই ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক টিম (Forensic Team)। তবে শনিবার রাতে আগুন লাগার পরই ছড়িয়ে পড়ে আতঙ্ক। শুধু সুইমিং ক্লাবই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লাবের জিমও। কিন্তু দমকলের (Fire Brigade) ৮টি ইঞ্জিনের চেষ্টায় ঘণ্টা দেড়েকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট (Short Circuit) থেকেই আগুন লাগতে পারে।

শনিবার রাতে সুইমিং ক্লাবের বেশিরভাগ জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। সাঁতারের সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। ক্লাবের যে কাঠামোয় মূলত আগুন লাগে, সেটি বাঁশ ও কাঠ দিয়ে তৈরি৷  সেটিতেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যায় কাঠামো৷ ভেঙে পড়ে টিনের ছাদ। এছাড়া পাশের বেশ কয়েকটি ঘরের ভিতরের জিনিসও আগুনে পুড়ে যায়৷ ভবানীপুর পদ্মপুকুর সুইমিং অ্যাসোসিয়েশন শতাব্দী প্রাচীন। এদিকে বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা প্রথম আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দকমলকে। প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুনের ভয়াবহতা দেখে তারপর আরও তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। মোট আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে দুর্ঘটনার সময়ে ওই ক্লাবে কেউ ছিল না বলেই খবর। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। অন্যদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু ও কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। পুরো ঘটনা তদারকি করেন দমকলমন্ত্রী।

 

 

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version