Saturday, November 15, 2025

“শীঘ্রই বিশ্বকাপে খেলবে ভারত”: দুর্নীতিকে ‘লাল কার্ড’ দেখিয়ে বার্তা মোদির

Date:

আমরা কাতারে বিশ্বকাপের খেলা (FIFA World Cup 2022) দেখছি এবং মাঠে বিদেশী দল দেখছি। তবে আমার দেশের যুবদের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। তাই, আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি আমি নিশ্চিত সেই দিন আর বেশি দূরে নয়, যেদিন আমরা ভারতেও একই ধরনের উৎসব উদযাপন করব এবং আমাদের তেরঙ্গা তুলে ধরব। রবিবার শিলংয়ের (Shillong) একটি ফুটবল মাঠে জনসভা করেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানেই এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এরপরই প্রধানমন্ত্রী জানিয়েছেন, খুব বেশি দিন আর বিদেশি দলের জন্য উল্লাস করতে হবে না। শীঘ্রই নিজের দলের সমর্থনে গলা ফাটাবেন দেশবাসী। তাঁর কথায়, আজ কাতারে বিশ্বকাপের ফাইনাল। আমরা বিদেশি দলের সমর্থনে উল্লাস করছি। কিন্তু আপনাদের আশ্বাস দিচ্ছি যে, সেই দিন আর দূরে নয়, যখন আমরা এ ধরনের আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করব।

পাশাপাশি এদিন নিজের সরকারের লাল কার্ড (Red Card) নীতি তুলে ধরেন নরেন্দ্র মোদি। তাঁর কথায়, ফুটবল ম্যাচে যখন কোনও খেলোয়াড় নীতির বিরুদ্ধে খেলেন, তখন তাঁকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। একইভাবে, উত্তর পূর্বে গত ৮ বছর আমরা অনুন্নয়ন, দুর্নীতি, রাজনৈতিক পক্ষপাতিত্ব, অস্থিরতার মতো বাধাবিপত্তিকে লাল কার্ড দেখিয়েছি। প্রধানমন্ত্রী আরও বলেন, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ক্রীড়াক্ষেত্রেও উন্নয়নের চেষ্টা করছে সরকার। মোদি ঘোষণা করেন, দেশের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে এখানেই।

 

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version