Tuesday, August 26, 2025

১২দিনের মাথায় উঠল কলকাতা মেডিক্যাল কলেজের বিক্ষোভরত পড়ুয়াদের অনশন

Date:

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে টানা ১২ দিন অনশন(Hunger Strike) চালানোর পর অবশেষে তা প্রত্যাহার করল মেডিক্যাল কলেজের পড়ুয়ারা(Medical College Student)। একইসঙ্গে পড়ুয়াদের তরফে জানিয়ে দেওয়া হল, আগামী ২২ ডিসেম্বর নিজেরাই ছাত্রসংসদের নির্বাচন করবে। যদিও রাজ্য স্বাস্থ্য দফতর পড়ুয়াদের নিজেদের তরফে সিদ্ধান্ত নেওয়া এই নির্বাচনকে(Election) মান্যতা দিতে রাজি নয়।

টানা ১২ দিন ধরে চলা অনশন প্রত্যাহার করে নিয়ে সোমবার পড়ুয়াদের তরফে জানানো হয়, নিজেদের আন্দোলন নিজেরাই করবেন পড়ুয়ারা। ২২ ডিসেম্বর‌ নিজেদের উদ্যোগেই ছাত্র সংসদ নির্বাচন হবে। প্রশাসনিক বৈধতা না থাকলেও সমর্থনের কোনও অভাব হবে না বলে আশাবাদী পড়ুয়ারা। সোমবার চিকিৎসক পড়ুয়াদের সাধারণ সভা ছিল। সেখানেই এই সিদ্ধান্ত হয়। এরপরই ১২ দিনের অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন ডক্টর বিনায়ক সেনের হাত ধরে অনশন প্রত্যাহার করেন পড়ুয়ারা।

উল্লেখ্য, ২২ ডিসেম্বর কলকাতা মেডিক্যালে ছাত্র সংসদের নির্বাচন হবে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। তবে এরপর কোনও নোটিস ছাড়াই মৌখিকভাবে জানানো হয়, আপাতত এই ভোট স্থগিত রাখা হচ্ছে। এই সিদ্ধান্তকে সামনে রেখে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। তাঁরা অভিযোগ তোলে, বাইরে থেকে রাজনৈতিক দলের প্রভাব জিইয়ে রাখতেই এই ভোট বাতিল করা হচ্ছে। কর্তৃপক্ষ দফায় দফায় স্বাস্থ্যভবনের সঙ্গে বৈঠক করে। তবে রফাসূত্র মেলেনি। এরইমধ্যে পাঁচ ছাত্র আমরণ অনশনে বসেন। দুই ছাত্র অসুস্থও হয়ে পড়েন এই অনশন চলাকালীন। একজনকে আইসিইউয়ে নিয়ে যেতে হয়। তবে এরপরও সিদ্ধান্তে অনড় থেকেছে কর্তৃপক্ষ। এবার আরও কড়া অবস্থানে পড়ুয়ারাও।

Related articles

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...
Exit mobile version