আসছে “সাইব্রো”, শহরবাসীকে বাঁচাবে সাইবার প্রতারণা থেকে

নিরাপত্তা ও ভরসার প্রতীক হিসেবে লোগো সমেত একটি সুপার হিরোর অবয়ব দেওয়া হয়েছে একে। নীল রঙের পোশাকের এই বন্ধুকে খুব শীঘ্রই সামাজির মাধ্যমে থেকে শহরের বিলবোর্ড গুলিতে নানা সাইবার সচেতনতামূলক প্রচারে দেখা যাবে

গোটা বিশ্বের পাশাপাশি কলকাতা শহরেও সাইবার প্রতারণা এখন রোজনামচা। সংবাদ মাধ্যমে চোখ রাখলে প্রতিদিনই দেখা যাবে সাইবার প্রতারণার ঘটনা। সাধারন মানুষের স্বল্প প্রযুক্তি জ্ঞানের সুযোগ নিয়ে অনলাইনে লুট হয়ে যাচ্ছে বহু মানুষের বহু কষ্টের উপার্জন। সাইবার প্রতারকদের পাল্লায় পড়ে সর্বস্ব হারাচ্ছেন বহু মানুষ। শহর কলকাতাও সাইবার প্রতারকদের জাল থেকে একেবারেই সুরক্ষিত নয়। প্রায়শই অনলাইনে ব্যাঙ্ক থেকে টাকা লুটের অভিযোগ আসে। সাধারন মানুষ,বিশেষত প্রবীণরা এই ফাঁদে পা দেন।

পুলিশ প্রশাসনের তরফে তাই বারবার সচেতনাতার বার্তা দেওয়া হয় নাগরিকদের উদ্দেশ্যে। এর আগে জনগণকে সতর্ক করতে সামাজিক মাধ্যমে মিমের সাহায্য নিয়েছিল কলকাতা পুলিশ। এবার সচেতনতার বার্তায় কলকাতা পুলিশের নিজস্ব ম্যাসকট আসতে চলেছে। এই ম্যাসকটের নাম রাখা হয়েছে “সাইব্রো”! আগামিদিনে কলকাতা পুলিশের বহু সাইবার প্রতারনার সচেতনতামূলক প্রচার অভিযানে দেখা যাবে সাইব্রোকে।

নিরাপত্তা ও ভরসার প্রতীক হিসেবে লোগো সমেত একটি সুপার হিরোর অবয়ব দেওয়া হয়েছে একে। নীল রঙের পোশাকের এই বন্ধুকে খুব শীঘ্রই সামাজির মাধ্যমে থেকে শহরের বিলবোর্ড গুলিতে নানা সাইবার সচেতনতামূলক প্রচারে দেখা যাবে। অনলাইন প্রতারণা হওয়ার পর হাহাকার না করে, হওয়াকে আটকানোই শ্রেয়, সাইব্রো-র পিছনে এটাই মূল ভাবনা বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। একইসঙ্গে মানুষকে সচেতন হওয়ার বার্তাও দেওয়া হয়েছে।