Sunday, August 24, 2025

পরপর দু’বার বিশ্বকাপ জয় হল না, ম‍্যাচ হেরে কী বললেন দেঁশ?

Date:

হল না। পরপর বিশ্বকাপ জয় হলো না দিদিয়ের দেশঁর। রবিবার ফাইনালে আর্জেন্তিনার কাছে হেরে যায় গত বিশ্বকাপের চ‍্যাম্পায়নরা। আর ম‍্যাচ হেরে হতাশ ফ্রান্সের কোচ। বললেন, অনেক কারণ রয়েছে, যা আমাদের হারের ব‍্যাখ‍্যা হতে পারে।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে দেশঁ বলেন,” প্রথমার্ধে আমরা দাঁড়াতেই পারিনি। আমরা জানতাম ওঁরা তীব্রভাবে ধেয়ে আসবে। আমাদের সেরকম চরিত্র যেমন ছিল না। তেমন পাল্টা প্রত্যুত্তর দেওয়ার কাজ-ও করতে পারিনি। অনেক কারণ রয়েছে, যা আমাদের হারের ব্যাখ্যা হতে পারে। অন্যতম ফ্যাক্টর হল বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ তারকার সেরকম এনার্জি ছিল না। তবে অনভিজ্ঞ কিছু তরুণ ফুটবলারকে মাঠে নামিয়ে আমরা স্বপ্নের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। তবে দুর্ভাগ্যের যে স্বপ্ন বাস্তবায়িত হল না।”

২০১৮ পর ২০২২-এ চ‍্যাম্পিয়ন হলে, নতুন নজির গড়তেন দেশঁ, তবে তা হলো না। এই নিয়ে ফরাসি কোচ বলেন,” ফাইনালের আগে গোটা দলকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। এতে ওঁদের মধ্যে মানসিক প্রভাব পড়তে পারে। যে প্লেয়াররা স্টার্ট করেছিল, তাঁদের নিয়ে মোটেই চিন্তিত ছিলাম না। তবে টানা একের পর এক ম্যাচ খেলতে হল। ফাইনালের জন্য হাতে মাত্র চারদিন সময় ছিল আমাদের। আর্জেন্তিনার থেকে একদিন কম সময় পেয়েছিলাম। তবে ম‍্যাচ হারের পর এগুলো কোনও অজুহাত নয়, আমরা বাকি ম্যাচগুলোর মত এত গতিতে এই ম‍্যাচ খেলতে পারিনি।”


 

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version