Saturday, August 23, 2025

লালন মৃ*ত্যুর ঘটনায় জনস্বার্থ মামলার রায় স্থগিত! তদন্ত শুরু মানবাধিকার কমিশনের

Date:

বগটুই কাণ্ডে (Bogtui Case) লালন শেখের (Lalan Seikh) মৃত্যুর ঘটনায় জনস্বার্থ মামলার (PIL) রায় ঘোষণা স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ (Division Bench) এমনই রায় দিয়েছেন। লালন শেখের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করেছে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। সোমবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলার শুনানিতে একথা জানান কেন্দ্রীয় সরকারের আইনজীবী ধীরাজ ত্রিবেদী।

জনস্বার্থ মামলাটিতে দু’টি আবেদন করা হয়েছিল। প্রথমত, জনস্বার্থ মামলাটি গ্রহণ করুক কলকাতা হাইকোর্ট এবং দ্বিতীয়ত, লালনের মৃত্যুরহস্য উন্মোচনে হাইকোর্টের নজরদারিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে (CBI) দিয়ে তদন্ত করানো হোক। মামলাকারীর দ্বিতীয় আবেদনের যুক্তিতে সাফ বলা হয়, রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি এই তদন্তের বিষয়ে দক্ষ নয়। এরপরই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের উদ্দেশে বলেন, অবিলম্বে কোনও কমিশন বা কমিটি গঠন করে ঘটনাটির অনুসন্ধান করা হোক। পাশাপাশি রাজ্যের হাতে যাতে কোনও ভাবেই তদন্তভার না যায়, তা নিশ্চিত করারও অনুরোধ জানানো হয়।

অন্যদিকে কেন্দ্রের আইনজীবী ধীরাজ ত্রিবেদী রাজ্যের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করে জানান, তদন্তের নামে আমাদের অফিসারদের অযথা হয়রানি করা হচ্ছে। সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে সিআইডি (CID) এবং রাজ্য পুলিশের এফআইআর করার পিছনে নির্দিষ্ট কোনও উদ্দেশ্য রয়েছে বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মৃত্যুর ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। এই ঘটনাটি সিবিআই নিজেই খতিয়ে দেখছে।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version