মোবাইল চুরির(Mobile Stolen) অভিযোগে ব্যাপক মারধোরের পর ট্রেন থেকে ফেলে দেওয়া হল এক যাত্রীকে(Passenger)। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে দিল্লিগামী ১৪২০৫ অযোধ্যা ক্যান্টনমেন্ট-ওল্ড দিল্লি এক্সপ্রেসে। উত্তরপ্রদেশের(Uttarpradesh) শাহজাহানপুরে তিলহার স্টেশনের কাছে ওই যাত্রীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ট্রেন থেকে ছুড়ে ফেলে দেওয়া হয় ওই যাত্রীকে। ওই যাত্রীকে মারধর ও ছুড়ে ফেলে দেওয়ার সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ৬৬ সেকেন্ডের এই ভিডিও ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, কয়েক জন মিলে এক যাত্রীকে মারধর করছেন। আর কয়েক জন তা দেখে হাসাহাসি করছেন। বাঁচার জন্য কাকুতিমিনতি করতে দেখা গিয়েছে আক্রান্ত যাত্রীকে। তার পরই তাঁকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’।

পুলিশের দাবি, ট্রেনে এক মহিলা অভিযোগ করেন তাঁর মোবাইল হারিয়ে গিয়েছে শাহজাহানপুর স্টেশনের কাছে। পরে সেই মোবাইল এক সহযাত্রীর কাছ থেকে উদ্ধার হয় বলে অভিযোগ। লখনউ থেকে ট্রেনে ওঠা ওই যাত্রীর উপর এরপর চড়াও হন ট্রেনের অন্য যাত্রীরা। প্রায় আধ ঘণ্টা ধরে ব্যাপক মারধর করা হয় তাঁকে। এরপর ফেলে দেওয়া হয় ট্রেন থেকে। ওই যাত্রীকে মারধরের ঘটনায় নরেন্দ্র দুবে নামে এক যাত্রীকে বরেলি স্টেশন থেকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় আরও কয়েক জন জড়িত। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নিহত যাত্রীর পরিচয় এখনও যানা যায়নি।
