Saturday, August 23, 2025

টেটের পরে সেট: ৮ জানুয়ারি শিক্ষক ও গবেষক নিয়োগের পরীক্ষা নিতে চলেছে রাজ্য

Date:

Share post:

অত্যন্ত সুষ্ঠুভাবে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট (TET) নিয়েছে রাজ্য সরকার। সব মহল থেকে প্রশংসা কুড়িছে। এবার কলেজে শিক্ষক ও গবেষক নিয়োগের পরীক্ষা নিতে চলেছে রাজ্য সরকার। ৮ জানুয়ারি স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট বা SET নিচ্ছে কলেজ সার্ভিস কমিশন। টেটের মতো সেট নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতিমধ্যে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কমিশন।

কমিশন সূত্রে খবর, প্রশ্নপত্র ফাঁস রুখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যে সব কলেজ, বিশ্ববিদ্যালয়কে পরীক্ষার কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে, সেখানে থাকছে CC Camera। প্রশ্নপত্র খোলা এবং বিলি করা, সব কিছুর দায়িত্বে থাকবেন নির্দিষ্ট আধিকারিক। কলেজ সার্ভিস কমিশনের পাশাপাশি এই নিয়োগ পরীক্ষায় থাকবেন UGC-র পর্যবেক্ষকও।

কমিশনের তরফে জানানো হয়েছে,
• ইউজিসির নির্দেশিকা মেনেই সমস্ত ব্যবস্থা করা হচ্ছে।
• পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে ইউজিসি থেকে বাড়তি কোনও নির্দেশিকা এলে, তাও মানা হবে বলে জানিয়েছে কমিশন।
• কলেজে অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকবেন।
• কমিশনের পক্ষ থেকে ২ জন করে অধ্যাপককে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।
• এই পরীক্ষায় এগজিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যরা। তাঁদেরই নেতৃত্বেই পরীক্ষা হবে।

মোট ৩৩টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে ১১০টি কেন্দ্রে। প্রার্থীর সংখ্যা প্রায় ৮৫ হাজার। পোস্ট গ্র্যাজুয়েট স্তরে ৫৫ শতাংশ নম্বর পেয়ে যাঁরা পাশ করেছেন, তাঁরা এই পরীক্ষায় বসতে পারবেন।

spot_img

Related articles

কেরলে মহেশতলার গণধর্ষিতা তরুণীর সঙ্গে দেখা করতে বরাদ্দ ১ মিনিট! কী লুকোতে চাইছে বামসরকার

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে দাঁড়াতে টিম পাঠিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পূর্ব ভারতের ইতিহাসে প্রথম! হাড়ের ব্যাঙ্ক চালু হচ্ছে SSKM হাসপাতালে

আরও এক ধাপ এগোল বাংলা। পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথম। চালু হচ্ছে হাড়ের ব্যাঙ্ক। এসএসকেএমের অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত...

জুতোর কারখানায় আগুন, আতঙ্ক আনন্দপুরের গুলশন কলোনিতে

আনন্দপুরের গুলশন কলোনিতে একটি কারখানায় আগুন (factory fire) লাগার ঘটনায় চাঞ্চল্য শনিবার সকালে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমেই আগুন...

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...