সদ্য শেষ হওয়া পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে উঠে এসেছে ডিভিসির জলাধারের পলি প্রসঙ্গ। তিনি বৈঠকেই সেন্ট্রাল ওয়াটার কমিশনকে দিয়ে সমীক্ষা করানোর নির্দেশ দিয়েছেন ডিভিসিকে। যদিও এর কার্যকরিতা নিয়েই সন্দিহান ডিভিসি কর্তৃপক্ষ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
সেন্ট্রাল ওয়াটার কমিশনকে দিয়ে সমীক্ষা করানোর নির্দেশ দিয়েছেন ডিভিসিকে।
ডিভিসি সূত্রে জানা গিয়েছে, এই খরচ কে দেবে, কেন্দ্রীয় সরকার, না রাজ্যগুলিকেও একটা অংশ বহন করতে হবে তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।
ডিভিসির মতে, নিয়মিত ক্যাচমেন্ট এরিয়া বা ওয়াটার শেড ট্রিটমেন্ট করানো একমাত্র পথ। যাতে নদীর জল জলাধারে প্রবেশের সময় পলি কম আসে। এটাও ব্যায়বহুল। তাতে জলাধারের আয়ুষ্কাল অনেকটাই বাড়ানো সম্ভব। ডিভিসির চার জলাধারের লাগোয়া নদীতে কিছুটা করা হয়। যথেষ্ট নয়।
এই বৈঠকেই সিদ্ধান্ত হয়, তেনুঘাট জলাধারের জল ছাড়ার সিদ্ধান্ত আর এককভাবে নিতে পারবে না ঝাড়খণ্ড সরকার। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে নিয়ে যৌথভাবে করতে হবে। বিনিময় ম্যাসাঞ্জোর জলাধারের নিয়ন্ত্রণও শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার একা নয়, ঝাড়খণ্ড সরকার সঙ্গী হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে এই সিদ্ধান্তের ডিভিসি অনেকটাই স্বস্তির নিশ্বাস ফেলেছে।