Sunday, May 4, 2025

মরুদেশে যুদ্ধ জয় হল টিম আর্জেন্টিনার (Argentina)। ভারত তো বটেই গোটা বিশ্ব তাকিয়েছিলেন কখন ফুটবলের ঈশ্বর কাপ হাতে দাঁড়াবেন। টানটান উত্তেজনা আর প্রতি মুহূর্তে নাটকের পর অবশেষে এল এন ১০ এর হাতেই সেই কাপ। পেনাল্টি শট হওয়ার পর আর আবেগ ধরে রাখতে পারছিলেন না খেলোয়াড়রা। কিন্তু মেসি (Lionel Messi)তখন অনেক স্থির। সাফল্যের হাসি তাঁর চোখে মুখে। হাসিমুখেই সকলের অভিবাদন গ্রহণ করছেন। সতীর্থদের জড়িয়ে ধরছেন এবং ধন্যবাদ জানাচ্ছেন ঈশ্বরকে। আচমকাই ক্যামেরা থমকে গেল, লাইভ সম্প্রচারে দেখা যায় মেসি হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ পিছন থেকে কেউ তাঁর বাঁ হাত টেনে ধরেন। ঘাড় ঘুরিয়ে তাঁকে দেখেই আবেগে জড়িয়ে ধরেন লিওনেল মেসি । এরপর সকলেই বলতে শুরু করেন মাঠে এসেছেন মেসির মা। সংবাদমাধ্যমে সে কথা ছড়িয়েও পড়ে। কিছুক্ষণ পরেই ভুল ভাঙে সবার, জানা যায় ঐ মহিলার আসল পরিচয়। তিনি মেসির মা নন। তাহলে তিনি কে?

বিশ্ব তখন মেতেছে মেসির মেজাজে। মাঝবয়সি এই মহিলার চোখে মুখেও সেই আনন্দ। তাঁর নাম আন্তোনিয়া ফারিয়াস (Antonia Farías)। মেসি আবেগে আপ্লুত হয়ে তাঁকে জড়িয়ে ধরেছিলেন মহিলার চোখেমুখে ছিল স্নেহের স্পর্শ। তাতেই বিভ্রান্তি ছড়ায়। অনেকেই ভাবতে শুরু করেন যে তিনি বুঝি মেসির মা সিলিয়া মারিয়া কুকসিটিনি (Celia María Cuccittini)। রবিবার কাতারের রঙ বদলে হয়েছিল নীল সাদা। প্রতীক্ষিত জয়ের পর গ্যালারি থেকে নেমে আসেন মেসি (Lionel Messi),ডি মারিয়া (Di Maria),এমি মার্টিনেজদের (Emiliano Martinez) স্ত্রী, সন্তানরাও। সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। তখনই আন্তোনিয়া ফারিয়াসকে (Antonia Farías) দেখা যায়। আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের রাঁধুনি। ৪২ বছর বয়সি আন্তোনিয়া গত প্রায় ১২ বছর ধরে আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর প্রতি শ্রদ্ধা ভালবাসা উজাড় করে দিয়েছেন মেসিও।

 

Related articles

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...
Exit mobile version