Sunday, November 2, 2025

রাজনৈতিক সৌজন্য! কাঁথির কর্মসূচি আপাতত স্থগিত তৃণমূলের

Date:

Share post:

অশান্তি চায় না তৃণমূল। সেই কারণেই স্থগিত বুধবারের কাঁথির সভা। ওই দিন যুব তৃণমূলের কর্মসূচি ছিল। এবার একই দিনে আদালত থেকে অনুমতি নিয়ে কাঁথিতে সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। সেই কারণে আপাতত কাঁথির কর্মসূচি বাতিল করল শাসকদল। তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘‘আগামিকাল কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই আমরা কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। খুব তাড়াতাড়ি পরবর্তী দিন জানানো হবে। ওদের সভা আগে থেকে ঠিক করা ছিল। ওই একই দিন আমাদের দলেরও কর্মসূচি ছিল। কিন্তু রাজনৈতিক সৌজন্য বশত আমরা আমাদের সভা স্থগিত রাখলাম। একই জায়গায় দু’দলের রাজনৈতিক কর্মসূচি থাকলে অস্থিরতা তৈরি হতে পারে। প্ররোচনা দিয়ে গন্ডগোল পাকানোর জন্য চেষ্টা করতে পারে বিজেপি। এসব বিষয় মাথায় রেখেই আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবারের সভা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দল। আমাদের নতুন করে শক্তি প্রদর্শন করার দরকার নেই। কারণ অভিষেকের সভা থেকেই আমরা নিজেদের শক্তি দেখিয়ে দিয়েছি।’’

৩ ডিসেম্বর কাঁথিতে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সভাতেই কাঁথির জন্য বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়। সেই মতোই বুধবার কাঁথিতে সভার আয়োজন করে যুব তৃণমূল। কিন্তু বুধবার কাঁথিতে সেই সভ থেকে এক কিলোমিটার দূরে শুভেন্দুর সভা রয়েছে। অশান্তি এড়াতে নিজেদের কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে জোড়াফুল শিবির। দুই রাজনৈতিক দলের কর্মীদের একই রাস্তা দিয়ে যাতায়াতের সম্ভাবনা ছিল। এর থেকে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। সে কারণেই নিজেদের কর্মসূচি আপাতত স্থগিত করেছে জোড়াফুল শিবির। জেলার যুব নেতা সুপ্রকাশ গিরি বলেন, ‘‘গোটা জেলা জুড়েই আমাদের এক মাস ধরে ‘গদ্দার হটাও’ কর্মসূচি চলছে। সেই মতো আগামিকাল আমাদের সভা করার কথা ছিল। পুলিশের থেকে আগাম অনুমতিও নেওয়া ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী হাই কোর্টে (High Court) গিয়ে ওই একই দিনে সভা করার অনুমতি নিয়ে এসেছেন। আমরা কোনও ঝামেলা চাই না। সেই কারণেই আমরা আগামিকাল সভা করার সিদ্ধান্ত বাতিল করেছি।’’

spot_img

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...