Monday, November 17, 2025

রাজনৈতিক সৌজন্য! কাঁথির কর্মসূচি আপাতত স্থগিত তৃণমূলের

Date:

অশান্তি চায় না তৃণমূল। সেই কারণেই স্থগিত বুধবারের কাঁথির সভা। ওই দিন যুব তৃণমূলের কর্মসূচি ছিল। এবার একই দিনে আদালত থেকে অনুমতি নিয়ে কাঁথিতে সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। সেই কারণে আপাতত কাঁথির কর্মসূচি বাতিল করল শাসকদল। তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘‘আগামিকাল কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই আমরা কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। খুব তাড়াতাড়ি পরবর্তী দিন জানানো হবে। ওদের সভা আগে থেকে ঠিক করা ছিল। ওই একই দিন আমাদের দলেরও কর্মসূচি ছিল। কিন্তু রাজনৈতিক সৌজন্য বশত আমরা আমাদের সভা স্থগিত রাখলাম। একই জায়গায় দু’দলের রাজনৈতিক কর্মসূচি থাকলে অস্থিরতা তৈরি হতে পারে। প্ররোচনা দিয়ে গন্ডগোল পাকানোর জন্য চেষ্টা করতে পারে বিজেপি। এসব বিষয় মাথায় রেখেই আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবারের সভা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দল। আমাদের নতুন করে শক্তি প্রদর্শন করার দরকার নেই। কারণ অভিষেকের সভা থেকেই আমরা নিজেদের শক্তি দেখিয়ে দিয়েছি।’’

৩ ডিসেম্বর কাঁথিতে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সভাতেই কাঁথির জন্য বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়। সেই মতোই বুধবার কাঁথিতে সভার আয়োজন করে যুব তৃণমূল। কিন্তু বুধবার কাঁথিতে সেই সভ থেকে এক কিলোমিটার দূরে শুভেন্দুর সভা রয়েছে। অশান্তি এড়াতে নিজেদের কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে জোড়াফুল শিবির। দুই রাজনৈতিক দলের কর্মীদের একই রাস্তা দিয়ে যাতায়াতের সম্ভাবনা ছিল। এর থেকে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। সে কারণেই নিজেদের কর্মসূচি আপাতত স্থগিত করেছে জোড়াফুল শিবির। জেলার যুব নেতা সুপ্রকাশ গিরি বলেন, ‘‘গোটা জেলা জুড়েই আমাদের এক মাস ধরে ‘গদ্দার হটাও’ কর্মসূচি চলছে। সেই মতো আগামিকাল আমাদের সভা করার কথা ছিল। পুলিশের থেকে আগাম অনুমতিও নেওয়া ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী হাই কোর্টে (High Court) গিয়ে ওই একই দিনে সভা করার অনুমতি নিয়ে এসেছেন। আমরা কোনও ঝামেলা চাই না। সেই কারণেই আমরা আগামিকাল সভা করার সিদ্ধান্ত বাতিল করেছি।’’

Related articles

আরজেডি শিবিরে অশান্তি অব্যাহত, শহর ছাড়লেন লালুর চার কন্যা

নির্বাচনে হারের পর থেকে সময়টা কিছুতেই ভালো কাটছে না আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ও তাঁর দল আরজেডির...

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...
Exit mobile version