অনুব্রতের মামলায় ফের বেঞ্চ বদল, দিল্লি হাইকোর্টে দুপুর দুটোয় শুনানি

দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত জানিয়েছিল, অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। সেই রায়কে চ্যলেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেষ্ট। মামলাটিতে বেঞ্চ বদল হল।
অনুব্রত মণ্ডলের করা মামলায় দিল্লি হাই কোর্টে বেঞ্চ বদল হল। যে বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানির কথা ছিল, তা হবে না। বেঞ্চ পরিবর্তিত হয়েছে।

দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত জানিয়েছিল, অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই রায়কে চ্যলেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেষ্ট। দিল্লি হাই কোর্টের বিচারপতি অনুপ জয়রাম ভম্বানির বেঞ্চে এই মামলার শুনানির কথা ছিল। পরিবর্তে মামলাটির শুনানি হবে বিচারপতি যশমিত সিং এর বেঞ্চে।
অনুব্রতের আইনজীবী হরিহরণ আবেদন জানান, অনুব্রত সংক্রান্ত মামলা বিচারপতি যশমিত সিং এর বেঞ্চে আগে থেকেই নথিভুক্ত রয়েছে। সেখানেই শুনানি হওয়ার কথা ছিল। আইনজীবীর এই আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত সিদ্ধান্ত নেয়, বিচারপতি সিং এর বেঞ্চেই মামলাটির শুনানি হবে। দুপুর দুটোয় এই মামলার শুনানি হওয়ার কথা।

Previous articleমুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই বড়দিনের আগেই খুলতে চলছে সাঁতরাগাছি ব্রিজ
Next articleতাওয়াং ইস্যুতে আলোচনায় নারাজ কেন্দ্র! কংগ্রেসের নেতৃত্বে সংসদে বিক্ষোভ বিরোধীদের