Tuesday, August 26, 2025

নিজেই এবার জনসংযোগে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বছরের শুরুতেই হবে মমতার জনসংযোগ কর্মসূচি। তৃণমূলের সব সাংসদ-বিধায়কদের নিয়ে বৈঠক করবেন মমতা। উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । দুপুর ১২টা থেকে এই বৈঠক শুরু হবে বলে জানা গিয়েছে। দলীয় সূত্রে জানা যাচ্ছে, ওইদিনই দলে নতুন যোগদানের সম্ভাবনা রয়েছে। ফের একবার গেরুয়া শিবির থেকে দলবদল করে কেউ ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন কিনা, সেটাই এখন দেখার।

দুর্নীতি নিয়ে বিজেপির পালের হাওয়া কাড়তে এই বৈঠক বলে জানা গিয়েছে।আগামী ২ জানুয়ারি জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন মমতা।পঞ্চায়েতের আগে জনসংযোগে জোর। নজরুল মঞ্চে এই বৈঠক হওয়ার কথা। বৈঠকে জনপ্রতিনিধিদের নতুন কর্মসূচি দেওয়া হতে পারে।

গত বছর ৮ই জানুয়ারি এমনই এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানেও তৃণমূলের সব সাংসদ বিধায়করা উপস্থিত ছিলেন।চলতি বছরের মে মাসে নয়া কর্মসূচি ঘোষণা হওয়ার কথা ছিল। সেই কর্মসূচি বছরের শুরুতেই ঘোষণা করা হতে পারে।এই সংক্রান্ত একটি ফর্ম ইতিমধ্যেই বিধায়ক সাংসদদের কাছে পাঠানো শুরু হয়েছে।

এই বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, তৃণমূল সারা বছর মানুষের সঙ্গে থাকে। জেলায় জেলায় নেতা-নেত্রীরা মানুষের কাছে যাচ্ছেন। জনসংযোগ কর্মসূচি চলছে। যদি নতুন কিছু ঘোষণা থাকে সেক্ষেত্রে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যথা সময় তা প্রকাশ করবেন।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version