Sunday, November 9, 2025

পর্যাপ্ত জল-খাবার নেই! ইউক্রেন যুদ্ধে দুর্বিষহ অবস্থা রুশ সেনাদের

Date:

ইউক্রেনের উপর হামলা চালানোর পর পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করেছিলেন, তাঁদের একমাত্র লক্ষ্য ইউক্রেনের রাজধানী কিভ দখল করা। কিন্তু কিভ-মস্কো যুদ্ধের এক বছরের দোরগোড়়ায় এসে তেড়েফুঁড়ে নিজেদের চূড়ান্ত লক্ষ্যপূরণে মরিয়া রাশিয়া। এর জন্য নিজেদের রণকৌশলও ইতিমধ্যেই বদলে ফেলেছে মস্কো। কিন্তু এসবের মাঝেই বিস্ফোরক অভিযোগ সামনে আনল রুশ সেনাবাহিনী। জানা গিয়েছে, সেনারা তাঁদের পরিবারকে জানিয়েছেন তাঁদের জন্য খুব অল্প খাবার এবং জল পর্যাপ্ত রয়েছে। পাশাপাশি তাঁদের মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে। সম্প্রতি দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন বিস্ফোরক তথ্য সামনে এসেছে। মূলত গার্ডিয়ানের প্রতিবেদনটি সৈন্যদের সঙ্গে তাঁদের পরিবারের ফোন কলের উপর নির্ভর করেই তৈরি হয়েছে। তবে এই সমস্ত ফোন কলগুলির ইউক্রেনের সামরিক বাহিনী সবরকমভাবে প্রতিরোধ করত বলেও অভিযোগ উঠেছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রায় ১০ মাসেরও বেশি সময় ধরে চলছে। ইতিমধ্যে প্রবল ক্ষতির সম্মুখীন হতে হয়েছে রাশিয়াকে। স্বাভাবিকভাবেই পিছু হঠতে বাধ্য হয়েছে রুশ সেনাও। তবে রাশিয়ার শীর্ষ নেতৃত্ব নিজেদের পুরনো অবস্থান থেকে এক বিন্দুও সরতে নারাজ। ইতিমধ্যে তাঁরা সংরক্ষকদের জন্য খসড়াও তৈরি করেছে। গত মাসেই একটি ফোন কল সামনে আসে। যেখানে এক সৈনিককে তাঁর মাকে বলতে শোনা যায়, কেউ আমাদের কিছু খেতে দেয়না মা। সত্যি বলতে কি আমাদের এখানে খাবার সরবরাহের প্রক্রিয়া অত্যন্ত বাজে। আমাদের জল খেতে গিয়েও কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা মাটির গর্ত থেকে জল টেনে নিয়ে আসি এবং তারপর আমরা তা কাপড় দিয়ে ছেঁকে খাই। এরপরই তাঁর মা কান্নায় ভেঙে পড়েন।

অন্যদিকে, গত ৬ নভেম্বর থেকে এরকম আরেকটি কথোপকথনে এক ব্যক্তি তার নিহত ছেলের সহকর্মীদের সাথে কথা বলেন। তাঁরা জানান, আমাদের কোনওভাবেই পিছু হটতে দেওয়া হয়নি। অন্যথায়, আমাদের গুলি করা মারা হত। এদিকে শুক্রবার রাত থেকেই ইউক্রেনের রাজধানীকে নিশানা করে ৭০টিরও বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনা। ইউক্রেনের তরফে আরও দাবি করা হয়েছে, শীতের মধ্যেই কিভ দখলের লক্ষ্যে মাঠে নেমেছে প্রায় ২ লক্ষ রুশ ফৌজ। একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে জানান, নতুন বছরের গোড়াতেই কিভ দখলের লড়াইয়ে নামতে কৌশলগত প্রস্তুতি শুরু করেছে প্রায় ২ লক্ষ রুশ সেনা। আগামী ২৪ ফেব্রুয়ারি রুশ হামলার বর্ষপূর্তি। তার আগেই রাজধানী কিভ দখল করতে চায় রাশিয়া।

 

 

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...
Exit mobile version