সাদা খাতা জমা দেওয়া অযোগ্য প্রার্থীদের কীভাবে চাকরি? এমন প্রশ্ন তুলে এবার গ্রুপ-ডি OMR শিট মামলায় ইডিকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলার সময় এজলাসে চাঞ্চল্যকর মন্তব্য করেন। তিনি বলেন, “যা বুঝছি, তাতে এভাবে নিয়োগের জন্য মোটা টাকার আর্থিক লেনদেন হয়ে থাকতে পারে। লাল, নীল, সবুজ, সব নদী সাগরে মিশেছে।”

প্রসঙ্গত, রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশ তদন্তে করছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। এবার সেই মামলাতে ইডিকে যুক্ত করল আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এদিনের নির্দেশ, “ইডি তদন্ত করুক। সবরকম পদক্ষেপ করতে পারবে তারা। সব সত্য সামনে আনতে পারবে।”

অন্যদিকে, এদিন হাইকোর্টে এসএসসি গ্রুপ-ডি নিয়োগ সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেয় সিবিআই। সেই রিপোর্টে তদন্তকারী সংস্থার দাবি, “গ্রুপ ডি-তে ২,৮২৩ জনের প্রাপ্ত নম্বর বা OMR শিট বদল করা হয়েছে। তাঁদের কেউ হয়তো পরীক্ষা ১ পেয়েছিলেন, তো কেউ আবার শূন্য।” এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “টাকা ছাড়া নম্বর বেড়েছে, এটা বিশ্বাসযোগ্য নয়। গ্রুপ ডিতে ২,৮২৩ জন পরীক্ষার্থীর OMR শিটের কপি মামলাকারীদের দেওয়া হবে। পরীক্ষা ঠিক কত নম্বর পেয়েছিলেন, OMR শিট স্ক্যান করে দেখবেন তাঁরা।”
