Saturday, August 23, 2025

নেই বিরোধীদের উদ্যোগ, আপাতত স্থগিত রাজ্যের নদী ভাঙন মোকাবিলায় একযোগে দিল্লি যাওয়ার কর্মসূচি

Date:

রাজ্যের নদী ভাঙন সমস্যা নিয়ে শাসক এবং বিরোধী শিবিরের বিধায়কদের একযোগে দিল্লি যাওয়ার কর্মসূচি চলে গেলো ঠান্ডা ঘরে। বিরোধীদের কাছ থেকে কোনও রকম সাড়া না পাওয়ায় আপাতত ওই কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে বলে জানিয়েছেন ওই প্রস্তাবের প্রস্তাবক তথা রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay)। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) জবাবের অপেক্ষায় আটকে আছে দিল্লি দরবার। জবাব দেননি তিনি।

ঠিক হয়েছিল দিল্লিতে যাবে রাজ্যের সর্ব দলীয় প্রতিনিধি দল। বিরোধী শিবিরের কে কে যাবেন তা জানতে চেয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ফোন করেছিলেন শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু তাঁকে চিঠি দিতে বলেছিলেন। তবে সেই চিঠি গেলেও মেলেনি বিরোধী দলনেতার উত্তর। বুধবার শোভনদেব বলেন, শুভেন্দুর জবাব না মেলায় রাজ্য সর্ব দলীয় প্রতিনিধি দল পাঠাতে পারছে না দিল্লিতে। এদিন শোভন দেব বাবু বলেন, একদিকে এখন উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে, তা জানুয়ারী মাসভর চলবে। তারপর ১০ই ফেব্রুয়ারী রাজ্য বাজেট। ৬ই ফেব্রুয়ারী রাজ্য বাজেট শুরু করবেন রাজ্যপাল। সেটা শেষ হবে প্রায় মার্চ মাসে। আমি শুভেন্দু অধিকারী কে লিখিত ভাবে জানিয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারী আমাকে কোনো উত্তর দেয়নি। তাই এখুনি দিল্লী যাওয়া হচ্ছে না। উল্লেখ্য, নদী ভাঙন নিয়েও সর্ব দলীয় প্রতিনিধি দলের দিল্লি দরবারের কথা। রাজ্যের প্রতিনিধি দলে থাকবেন ৭ তৃণমূল বিধায়ক এবং ৫ বিজেপি বিধায়ক। এখন অপেক্ষা আদৌ জবাব আসে কি না, তা দেখার।

আরও পড়ুন- বিজেপির দুই ভাড়াটে সেনা কংগ্রেস-সিপিআইএম: বিরোধীদের এক তিরে বিঁধলেন তৃণমূল মুখপাত্র

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version