Wednesday, August 27, 2025

আট মাসের জেল জীবনে দু’বার প্রাণনাশের হুমকি পেয়েছেন বরিস বেকার। এমনটাই স্বয়ং নিজেই জানালেন বেকার। জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন তিনি। কিন্তু কারাবাসের ভয়ঙ্কর অভিজ্ঞতা মনে পড়লে এখনও শিউরে উঠছেন বরিস বেকার। সম্পত্তি গোপন করা এবং কর ফাঁকি দেওয়ার অপরাধে আড়াই বছরের জেল হয়েছিল বেকারের। আট মাস জেলে কাটানোর পর গত সপ্তাহে ছাড়া পেয়েছেন তিনি। মুক্ত হওয়ার পর জানিয়েছেন জেল জীবনের অভিজ্ঞতা।

এ নিয়ে বুধবার প্রথম মুখ খুলেছেন জার্মান টেনিস কিংবদন্তি। বেকারের বক্তব্য, ‘‘জেলের কুঠুরিতে রাতগুলো ছিল ভয়াবহ ও নৃশংস। পুরো পরিবেশটাই তখন পাল্টে যেত। সেই অভিজ্ঞতা মনে পড়লে এখনও শিউরে উঠছি।

সাতবারের গ্র্যান্ড স্ল্যাম খেতাবজয়ী আরও জানাচ্ছেন, জেলে থাকাকালীন দু’বার তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু জনা দশেক কয়েদির হস্তক্ষেপে ব্যাপারটা খুব বেশিদূর গড়ায়নি। যে কয়েদিরা তাঁকে বাঁচিয়েছিল, তাদের সঙ্গে রক্তের সম্পর্ক গড়ে উঠেছিল বলে জানিয়েছেন প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন। বেকার বলেন, ‘‘জন বলে এক কয়েদি একাধিক খুনের জন্য ২৫ বছরের কারাদণ্ডের সাজা খাটছিল। ও আমাকে হুমকি দেয়, টাকা না দিলে আমাকে খুন করবে। আরেক কয়েদি, যার নাম আইকে। সেও আমার উপর হঠাৎ করেই চড়াও হয়েছিল। তবে বাকি কয়েদিরা দু’বারই গোটা পরিস্থিতি সামলে নিয়েছিল।’’

বেকার আরও জানিয়েছেন, ‘‘পরের দিনই আইকে আমার আগে গতরাতের ঘটনার জন্য ক্ষমা চাইল! মাটিতে শুয়ে পড়ে বারবার ক্ষমা চাইছিল। আমি ওকে বুকে জড়িয়ে ধরি।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version