ভারতীয় বোলারদের দাপটে ২২৭ রানে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস, দিনের শেষে ১৯ রানে দাঁড়িয়ে ভারত

ক্রিজে রয়েছে দুই ওপেনার কে এল রাহুল এবং শুভমন গিল। ৩ রানে অপরাজিত রাহুল। ১৪ রানে অপরাজিত শুভমন। বাংলাদেশের বিরুদ্ধে ২০৮ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।

প্রথম টেস্ট জিতে বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামল ভারত।বাংলাদেশ প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে করে ২২৭ রান। জবাবে প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে ১৯ রানে দাঁড়িয়ে ভারতীয় দল। ক্রিজে রয়েছে দুই ওপেনার কে এল রাহুল এবং শুভমন গিল। ৩ রানে অপরাজিত রাহুল। ১৪ রানে অপরাজিত শুভমন। বাংলাদেশের বিরুদ্ধে ২০৮ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। প্রথমে ব‍্যাট করতে নেমে ২২৭ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন মমিনুল। ২৪ রান করেন শান্তো। ১৬ রান করেন শাকিব। ২৬ রান করেন মুস্তাফিকুর রহিম। ২৫ রান করেন লিটন দাস। ভারতের হয়ে চারটি করে উইকেট নেন উমেশ যাদব এবং আর অশ্বিন। দুটি উইকেট নেন জয়দেব উনাদকাট। এদিন কুলদীপ যাদবকে বসিয়ে মাঠে নামানো হয় উনাদকাটকে। দীর্ঘ ১২ বছর টেস্ট খেলতে নামলেন তিনি।

২২৭ রানের জবাবে দিনের শেষে প্রথম ইনিংসে ১৯ রানে দাঁড়িয়ে ভারতীয় দল। ক্রিজে রয়েছে দুই ওপেনার কে এল রাহুল এবং শুভমন গিল। ৩ রানে অপরাজিত রাহুল। ১৪ রানে অপরাজিত শুভমন। বাংলাদেশের বিরুদ্ধে ২০৮ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। দুই ম‍্যাচের সিরিজে ১-০ এগিয়ে কে এল রাহুলের দল।