Wednesday, November 12, 2025

এমবাপের জন্মদিনে পোড়ানো হল কুশপুতুল, আর্জেন্তাইন সমর্থকদের ব‍্যবহারে নিন্দার ঝড় দুনিয়ায় জুড়ে

Date:

মঙ্গলবারই ২৪ বছরে পা দিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তাঁকে নিয়ে অনুরাগীদের উচ্ছাস ছিল চোখে পরার মতন। ২০২২ কাতার বিশ্বকাপে দুরন্ত ফুটবল খেলে সর্বোচ্চ গোল করে সোনার বুট নিজের দখলে করেছেন এমবাপে। ফাইনালে হ‍্যাটট্রিক করলেও ট্রফি হাতছাড়া হয়েছে। তবে সেইসব ভুলে পিএসজি অনুশীলনে যোগ দিয়েছন তিনি। তবে এরই মধ‍্যে এমবাপের জন্মদিনে আর্জেন্তাইন সমর্থকদের একটি ব‍্যবহার বিতর্ক সৃষ্টি করেছে। এমবাপের জন্মদিনে পোড়ানো হল এমবাপের কুশপুতুল। এমবাপেকে নিয়ে আর্জেন্তিনার দেশবাসীর মধ্যেও মজা করা শুরু হয়ে গিয়েছে, যা মাত্রা ছাড়িয়ে চলে গিয়েছে নোংরামির পর্যায়ে।

ফাইনালে ট্রফি জিততেই এমবাপেকে আক্রমণ করেই চলেছেন আজেন্তাই গোলরক্ষক মার্টিনেজ। ফাইনালের পর সাজঘরে গিয়ে মার্টিনেজ সতীর্থদের এক মিনিট নীরবতা পালনের অনুরোধ করেন এমবাপের জন্য । তারপরে বুয়েনোস আইরেসে হুড খোলা বাসে উচ্ছ্বাস করার সময় হাতে একটি পুতুল ধরে ছিলেন, যেখানে ছিল এমবাপের মুখ। আর এখন সেই জিনিস ছড়িয়ে গিয়েছে আর্জেন্তাইন সমর্থকদের মধ্যেও। সম্প্রতি টুইটারে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে, একটি লাঠিতে আটকানো রয়েছে কফিনের ঢাকনা, যার উপরে এমবাপের একটি ছবি আটকানো। সেই কফিনের ঢাকনাটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আশপাশে থাকা কয়েকশো সমর্থক তখন এমবাপের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে নাচানাচি করছেন। এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এই ভিডিওটি নিয়ে আর্জেন্তিনার এক সংবাদমাধ্যম পোস্ট করে লিখেছে, “কিলিয়ান এমবাপের ২৪তম জন্মদিনে দারুণ উপহার দিল আর্জেন্তিনার মানুষ।” আর ভিডিও পোস্ট হতে নিন্দার ঝড় উঠেছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version