Tuesday, August 26, 2025

এমবাপের জন্মদিনে পোড়ানো হল কুশপুতুল, আর্জেন্তাইন সমর্থকদের ব‍্যবহারে নিন্দার ঝড় দুনিয়ায় জুড়ে

Date:

মঙ্গলবারই ২৪ বছরে পা দিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তাঁকে নিয়ে অনুরাগীদের উচ্ছাস ছিল চোখে পরার মতন। ২০২২ কাতার বিশ্বকাপে দুরন্ত ফুটবল খেলে সর্বোচ্চ গোল করে সোনার বুট নিজের দখলে করেছেন এমবাপে। ফাইনালে হ‍্যাটট্রিক করলেও ট্রফি হাতছাড়া হয়েছে। তবে সেইসব ভুলে পিএসজি অনুশীলনে যোগ দিয়েছন তিনি। তবে এরই মধ‍্যে এমবাপের জন্মদিনে আর্জেন্তাইন সমর্থকদের একটি ব‍্যবহার বিতর্ক সৃষ্টি করেছে। এমবাপের জন্মদিনে পোড়ানো হল এমবাপের কুশপুতুল। এমবাপেকে নিয়ে আর্জেন্তিনার দেশবাসীর মধ্যেও মজা করা শুরু হয়ে গিয়েছে, যা মাত্রা ছাড়িয়ে চলে গিয়েছে নোংরামির পর্যায়ে।

ফাইনালে ট্রফি জিততেই এমবাপেকে আক্রমণ করেই চলেছেন আজেন্তাই গোলরক্ষক মার্টিনেজ। ফাইনালের পর সাজঘরে গিয়ে মার্টিনেজ সতীর্থদের এক মিনিট নীরবতা পালনের অনুরোধ করেন এমবাপের জন্য । তারপরে বুয়েনোস আইরেসে হুড খোলা বাসে উচ্ছ্বাস করার সময় হাতে একটি পুতুল ধরে ছিলেন, যেখানে ছিল এমবাপের মুখ। আর এখন সেই জিনিস ছড়িয়ে গিয়েছে আর্জেন্তাইন সমর্থকদের মধ্যেও। সম্প্রতি টুইটারে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে, একটি লাঠিতে আটকানো রয়েছে কফিনের ঢাকনা, যার উপরে এমবাপের একটি ছবি আটকানো। সেই কফিনের ঢাকনাটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আশপাশে থাকা কয়েকশো সমর্থক তখন এমবাপের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে নাচানাচি করছেন। এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এই ভিডিওটি নিয়ে আর্জেন্তিনার এক সংবাদমাধ্যম পোস্ট করে লিখেছে, “কিলিয়ান এমবাপের ২৪তম জন্মদিনে দারুণ উপহার দিল আর্জেন্তিনার মানুষ।” আর ভিডিও পোস্ট হতে নিন্দার ঝড় উঠেছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে।

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version