Saturday, August 23, 2025

শুধু টাইব্রেকারে সেভ নয়, গোল নিয়ে মেসিদের সঙ্গে আলোচনাও করেন মার্টিনেজ

Date:

গত রবিবার কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ‍্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। টাইব্রেকারে দুরন্ত পারফরম্যান্স করেন আর্জেন্তাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তাঁর দুরন্ত সেভ ৩৬ বছর পর কাপ এনে দিয়েছে নীল-সাদার দলকে। তবে শুধু গোলপোস্টের নীচে নয়, মেসি-দিবালাকেও টাইব্রেকারে গোল করাতে নাকি সাহায্য করেছেন মার্টিনেজ। এমনটাই জানালেন পাওলো দিবালা।

এক সাক্ষাৎকার দিবালা বলেন,” যখন আমাকে পরিবর্ত হিসাবে নামানো হল তখন আমি জানতাম টাইব্রেকারের কথা মাথায় রেখে নামানো হচ্ছে। তাই যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করেছিলাম। আমি যখন পেনাল্টি নিতে যাই তখন বলটা অনেকটা দূরে ছিল। তাই বল আনতে যেতে হয়। মার্টিনেজ আমাকে বলেছিল, সোজা মারতে। কারণ তার আগের পেনাল্টি ওরা ফস্কেছিল। তাই মার্টিনেজের বিশ্বাস ছিল যে লরিস যেকোনও এক দিকে ঝাঁপাবে। আমি প্রথমে ভেবেছিলাম লরিসের বাঁ দিক দিয়ে মারব। সে দিকেই ও ঝাঁপিয়েছিল। কিন্তু মার্টিনেজের কথা মাথায় রেখে শেষ মুহূর্তে সোজা মারি। ও ঠিক কথাই বলেছিল।”

এখানেই না থেমে দিবালা আরও বলেন,” টাইব্রেকার শুরু হওয়ার আগে যে আমাদের ৫ জনের সঙ্গে কথা বলেছিল মার্টিনেজ। লরিস কোন দিকে ঝাঁপাতে পারে, ওর চিন্তাভাবনা নিয়ে নিজের মত দিয়েছিল। মার্টিনেজের পরামর্শ আমরা সব সময় মানি। কারণ, টাইব্রেকারে ওর ধারণা বেশির ভাগ ক্ষেত্রেই মিলে যায়। ফাইনালেও সেটাই হয়েছে।”


 

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version