Monday, August 25, 2025

না পুরুষ, না নারী: মোদিকে উদ্দেশ্য করে বিতর্কিত টুইট কীর্তি আজাদের

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) উদ্দেশ্য করে তৃণমূল(TMC) নেতা কীর্তি আজাদের(Kirti Azad) টুইট ঘিরে তুঙ্গে বিতর্ক। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ‘লিঙ্গবৈষম্যমূলক’ মন্তব্য করা হয়েছে বলে সরব বিজেপি। আজাদের এহেন মন্তব্য নিয়ে তৃণমূলের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে বিজেপি (BJP)।

সম্প্রতি মেঘালয় সফরে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় আদিবাসীদের প্রচলিত পোশাক পরে বক্তৃতা দেন তিনি। অনেকটা আলখাল্লা ধরনের এই পোশাক। মোদির পরিহিত সেই পোশাকের ছবি দিয়েই বিতর্কিত টুইট করেন তৃণমূল নেতা তথা ক্রিকেটার কীর্তি আজাদ। মোদির সেই পোশাক পরিহিত এক মহিলার ছবি মোদির ছবির পাশে দিয়ে তৃণমূল নেতা লেখেন, “না নারী, না পুরুষ। তিনি শুধু ফ্যাশনের পূজারী।” প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এহেন মন্তব্যের টুইট প্রকাশ্যে আসার পর শুরু হয় বিতর্ক। আজাদের বিরুদ্ধে সরব হয়ে ওঠে বিজেপি।

বিজেপির তফসিলি মোর্চার (ST Morcha) তরফে টুইট করে বলা হয়,”আপনি তফসিলিদের অপমান করছেন। আপনার এবং আপনার দলের অবশ্য তফসিলিদের অপমান করার অভ্যাস আছে। আপনার বিরুদ্ধে দলিত আইনে মামলা হওয়া উচিত।” অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও (Himanta Biswasarma) আসরে নেমেছেন। তিনি আবার টুইট করে বলেছেন,”যেভাবে কীর্তি আজাদ আদিবাসীদের অপমান করছেন সেটা দুঃখজনক। এটা মেঘালয়েরও অপমান। তৃণমূলের উচিত দ্রুত নিজেদের অবস্থান এ বিষয়ে স্পষ্ট করে দেওয়া।” অবশ্য আজাদ নিজে এই টুইট প্রসঙ্গে জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীকে অপমান করতে চাননি। তিনি শুধু বলতে চেয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্যাশন পছন্দ করেন। এবং ভাল পোশাক পরার কোনও সুযোগ ছাড়েন না।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version