ফের চোখ রাঙাচ্ছে কোভিড! জেনে নিন নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন Bf.7-এর উপসর্গ-সতর্কতা

গবেষণায় বলা হচ্ছে, নতুন ভাইরাসে আক্রান্ত ব্যক্তির থেকে আক্রান্ত হতে পারেন একসঙ্গে ১০-১৮ জন। তাই নিতে হবে বাড়তি কিছু সতর্কতা।

ফের কোভিড (Covid) সংক্রমণের আশঙ্কা। ইতিমধ্যেই চিনে (China) মাথা চাড়া দিয়েছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট (Variant) ওমিক্রন বিএফ.৭ (Omicron bf.7)। ইতিমধ্যেই ওমিক্রন Bf.7-এর খোঁজ পাওয়া গিয়েছে গুজরাট (Gujarat) এবং ওড়িশাতেও (Odisha)। নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বুধবার (Wednesday) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) ডাকা বৈঠকে বলা হয় দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। তবে, নতুন প্রজাতির ভাইরাসের গতিপ্রকৃতির উপর বাড়তি নজর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোভিডের সাধারণ উপসর্গগুলির (Symptom) সঙ্গে এর বিশেষ কোনো পার্থক্য নেই। জেনে নিন নতুন ভ্যারিয়েন্টের উপসর্গগুলি –

• জ্বর
• সর্দিকাশি
• শ্বাসযন্ত্রের সংক্রমণ
• নাক দিয়ে জল পড়া
• শারীরিক ক্লান্তি
• গলাব্যথা
• মাথাব্যথা
• পেট ব্যথা
• শরীরের বিভিন্ন অংশে ব্যথা
• গ্যাস্ট্রোইনটেস্টাইনাল উপসর্গ, যেমন বমি ও ডায়েরিয়া

গবেষণায় বলা হচ্ছে, নতুন ভাইরাসে আক্রান্ত ব্যক্তির থেকে আক্রান্ত হতে পারেন একসঙ্গে ১০-১৮ জন। তাই নিতে হবে বাড়তি কিছু সতর্কতা।

 ফের মাস্ক পরার অভ্যাস শুরু করুন
 পুনরায় স্যানিটাইজার ব্যবহার শুরু করুন
 ভিড় মেট্রো, বাস, ট্রামে মাস্ক পরুন
 ভিড় রাস্তা এড়িয়ে চলুন
 টিকা নেওয়া না থাকলে, অবশ্যই তা নিয়ে নিন
 বয়স্ক এবং ছোটো সদস্যদের প্রতি নজর দিন
 কোমর্বিটি থাকলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন