Wednesday, November 5, 2025

কোভিড মোকাবিলার রণকৌশল ঠিক করতে উচ্চপর্যায়ের বৈঠক মোদির, দেশবাসীকে মাস্ক পরার বার্তা

Date:

Share post:

বিশ্ব জুড়ে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা(COVID) ত্রাস। সম্প্রতি চিনে ব্যাপক ভাবে বেড়েছে কোভিড। এই পরিস্থিতিতে আগামী সতর্কতামূলক পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত(India)। গোটা পরিস্থিতির দিকে গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এই বৈঠকে দেশবাসীকে ফের মাস্ক পড়ার বার্তা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা এই উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী মনসুখ মাণ্ডব্য, হাজির ছিলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। দেশ কোভিড পরিস্থিতি মোকাবিলায় কতটা প্রস্তুত তার আঁচ করতে এদিনের বৈঠক ডাকা হয়। বৈঠকে কেন্দ্রীয় সরকারের একাধিক আধিকারিক ছিলেন উপস্থিত। কীভাবে আসন্ন এই করোনা পরিস্থিতি মোকাবিলা করা যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এদিন। বৈঠকে দেশবাসীর উদ্দেশ্যে মাস্ক পরার বার্তা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি করোনা পরীক্ষা বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। জিনোম সিকোয়েন্সিংয়ে যাতে জোর দেওয়া হয়, রাজ্যগুলিকে সেই বার্তাও মোদি দিয়েছেন। ক’দিন বাদেই রয়েছে বড়দিন। তার পরই রয়েছে বর্ষশেষের উদ্‌‌যাপন। উৎসবের মরসুমে যাতে সংক্রমণ না বাড়ে সে কারণে দূরত্ববিধি মেনে চলা, মাস্ক এবং নিয়মিত স্যানিটাইজ়ার ব্যবহারের পরামর্শও দিয়েছে কেন্দ্র।

অবশ্য পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই দেশজুড়ে সচেতনতার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সকলকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকতে বলেছেন তিনি। এপর্যন্ত ভারতে তিনটি কেস পাওয়া গিয়েছে যেখানে করোনা রোগীর দেহে ওমিক্রনের বিএফ সেভেন ভ্যারিয়েন্ট মিলেছে। সেই দিকে নজর রেখে বিভিন্ন রাজ্য জিনোম সিকোয়েন্সিংয়ের দিকে ঝুঁকেছে। বিদেশ থেকে ভারতে আগত যাত্রীদের করোনা টেস্টিং হচ্ছে। তারই মাঝে, চলছে জিনোম সিকোয়েন্সিংয়ের কাজও। এই সমস্ত কিছুর মাঝে করোনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচ্চপর্যায়ের এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...