Saturday, August 23, 2025

কয়েক দিন ধরেই চিনে হু হু করে বেড়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। যত দিন যাচ্ছে ততই পরিস্থিতির অবনতি হচ্ছে।কোভিড কবলিত চিনের পুরনো ছবি আবারও দেখা যাচ্ছে হাসপাতাল থেকে শুরু করে মর্গে। সম্প্রতি চিনে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাসপাতালের ওয়ার্ডের সমস্ত শয্যা ভর্তি। কিছু কোভিড আক্রান্ত রোগীরা শুয়ে রয়েছেন ওয়ার্ডের মেঝেতে। সেখানেই তাঁদের দেওয়া হয়েছে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাকসিনেশন)। এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে উত্তরপ্রদেশের ছবি। এর জেরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ভারতেও।

আরও পড়ুন:কোভিডের দাপটে বেসামাল চিন! নতুন বছরেই বহু প্রানহানির আশঙ্কা  

সম্প্রতি ক্যামেরাবন্দি হয়েছে চিনের চনকিং শহরের একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, হাসপাতালের ওয়ার্ডে বেশ কয়েক জন চিকিৎসক, নার্স রয়েছে। মেঝেতে সারি সারি দিয়ে শুয়ে রয়েছে রোগী। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

করোনাভাইরাস সংক্রমণ রুখতে যে কঠোর নীতি চালু ছিল,তা গণবিক্ষোভের মুখে পড়ে শিথিল করেছিল চিন। এরপর সেখানে বাড়তে শুরু করে কোভিড সংক্রমণ। কোভিডের যে উপরূপটি চিনের এই নয়া বিপর্যয়ের কারণ হয়ে উঠেছে, সেটি হল বিএফ.৭। চিকিৎসকরা জানিয়েছেন, এই উপরূপটি আগের উপরূপগুলির তুলনায় অনেক বেশি সংক্রামক। গত ৪ অক্টোবর মঙ্গোলিয়ায় প্রথম এই কোভিডের উপরূপটির সন্ধান মেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র তরফে জানানো হয়েছে, মূলত এই উপরূপটির দাপাদাপির কারণেই চিনের হাসপাতালগুলি প্রায় ভর্তি হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, চিনের মর্গগুলি মৃতদেহে উপচে পড়ছে। রীতিমতো লাইন দিয়ে শেষকৃত্য সম্পন্ন করতে হচ্ছে। কোভিড পরীক্ষার জন্য প্রয়োজনীয় অ্যান্টিজেন টেস্ট কিটও অমিল চিনে। জ্বরে আক্রান্ত মানুষরা কোভিড পরীক্ষার জন্য দোকানে টেস্ট কিট কিনতে গিয়েও তা পাচ্ছেন না। দোকানগুলির সামনে লিখে দেওয়া হয়েছে, “সব অ্যান্টিজেন টেস্ট কিট বিক্রি হয়ে গিয়েছে।”হু-এর প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস বৃহস্পতিবার জানিয়েছেন, চিনের কোভিড পরিস্থিতির কথা জানতে পেরে তিনি নিজেও উদ্বিগ্ন। সঠিক প্রতিষেধক ব্যবহার করার জন্য তিনি চিন প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন। এর পাশাপাশি তিনি চিন প্রশাসনের কাছে কোভিড সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ্যে আনার অনুরোধ জানিয়েছেন। চিনের কোভিড পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version