Wednesday, November 5, 2025

বেড নেই! নেই পর্যাপ্ত ওষুধ! ভয় ধরাচ্ছে চিনের কোভিড পরিস্থিতি

Date:

কয়েক দিন ধরেই চিনে হু হু করে বেড়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। যত দিন যাচ্ছে ততই পরিস্থিতির অবনতি হচ্ছে।কোভিড কবলিত চিনের পুরনো ছবি আবারও দেখা যাচ্ছে হাসপাতাল থেকে শুরু করে মর্গে। সম্প্রতি চিনে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাসপাতালের ওয়ার্ডের সমস্ত শয্যা ভর্তি। কিছু কোভিড আক্রান্ত রোগীরা শুয়ে রয়েছেন ওয়ার্ডের মেঝেতে। সেখানেই তাঁদের দেওয়া হয়েছে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাকসিনেশন)। এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে উত্তরপ্রদেশের ছবি। এর জেরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ভারতেও।

আরও পড়ুন:কোভিডের দাপটে বেসামাল চিন! নতুন বছরেই বহু প্রানহানির আশঙ্কা  

সম্প্রতি ক্যামেরাবন্দি হয়েছে চিনের চনকিং শহরের একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, হাসপাতালের ওয়ার্ডে বেশ কয়েক জন চিকিৎসক, নার্স রয়েছে। মেঝেতে সারি সারি দিয়ে শুয়ে রয়েছে রোগী। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

করোনাভাইরাস সংক্রমণ রুখতে যে কঠোর নীতি চালু ছিল,তা গণবিক্ষোভের মুখে পড়ে শিথিল করেছিল চিন। এরপর সেখানে বাড়তে শুরু করে কোভিড সংক্রমণ। কোভিডের যে উপরূপটি চিনের এই নয়া বিপর্যয়ের কারণ হয়ে উঠেছে, সেটি হল বিএফ.৭। চিকিৎসকরা জানিয়েছেন, এই উপরূপটি আগের উপরূপগুলির তুলনায় অনেক বেশি সংক্রামক। গত ৪ অক্টোবর মঙ্গোলিয়ায় প্রথম এই কোভিডের উপরূপটির সন্ধান মেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র তরফে জানানো হয়েছে, মূলত এই উপরূপটির দাপাদাপির কারণেই চিনের হাসপাতালগুলি প্রায় ভর্তি হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, চিনের মর্গগুলি মৃতদেহে উপচে পড়ছে। রীতিমতো লাইন দিয়ে শেষকৃত্য সম্পন্ন করতে হচ্ছে। কোভিড পরীক্ষার জন্য প্রয়োজনীয় অ্যান্টিজেন টেস্ট কিটও অমিল চিনে। জ্বরে আক্রান্ত মানুষরা কোভিড পরীক্ষার জন্য দোকানে টেস্ট কিট কিনতে গিয়েও তা পাচ্ছেন না। দোকানগুলির সামনে লিখে দেওয়া হয়েছে, “সব অ্যান্টিজেন টেস্ট কিট বিক্রি হয়ে গিয়েছে।”হু-এর প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস বৃহস্পতিবার জানিয়েছেন, চিনের কোভিড পরিস্থিতির কথা জানতে পেরে তিনি নিজেও উদ্বিগ্ন। সঠিক প্রতিষেধক ব্যবহার করার জন্য তিনি চিন প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন। এর পাশাপাশি তিনি চিন প্রশাসনের কাছে কোভিড সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ্যে আনার অনুরোধ জানিয়েছেন। চিনের কোভিড পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Related articles

এআইএফএফ-ফিফা অ্যাকাডেমিতে বাংলার রাজ, অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর

ভূমিপুত্রদের তুলে আনার লক্ষ্য নিয়েই ক্ষমতায় আসার পর বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি(Bengal Football Academy) তৈরি করে তৃণমূল সরকার। তৃণমূল...

হরিয়ানায় ভোটচুরি, ব্রাজিলীয় মডেলের ছবিতে ২২টি কার্ড! বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রাহুলের

SIR-এর নামে ভোটার তালিকা থেকে বিরোধীদের নাম বাদ আর নিজেদের লোকেদের নাম ঢোকানোর ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। নিজেদের...

SIR-NRC আতঙ্কে আত্মহত্যা ভাঙড়ে, পরিবারের পাশে শওকত মোল্লা

ফের এসআইআর-এনআরসি(SIR-NRC) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে(Bhangar) মৃতের সফিকুল গাজি(Safikul gazi)। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায়...

কেন্টাকির লুইসভিলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!

টেক অফের সময় বিপত্তি, ইউপিএস কার্গো বিমানে (UPS Cargo Flight) হঠাৎ বিস্ফোরণ! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ম্যাকডোনেল ডগলাস...
Exit mobile version