Tuesday, November 4, 2025

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবত, বড়দিনে তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি

Date:

ঘন কুয়াশার চাদরে মুখ ঢেকেছে শহর কলকাতা। ঝোড়ো ব্যাটিং না করলেও আস্তে আস্তে শীতের আমেজ ভালোই উপভোগ করছে বঙ্গবাসী। বৃহস্পতিবারের পর শুক্রবারও তাপমাত্রার পারদ নিম্নমুখী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর,শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

আরও পড়ুন:বছর শেষেই বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা !

শুক্রবার, ঘন কুয়াশা চাদরে ঢেকেছে ডুয়ার্স-সহ উত্তরবঙ্গের বেশির ভাগ এলাকা। বিশেষ করে চা বাগান এবং পাহাড় লাগোয়া এলাকায় এলাকায় কুয়াশার ঘনত্ব বেশি। তার সঙ্গে বইছে উত্তুরে শীতল হাওয়া। শুক্রবার ডুয়ার্সের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে জাতীয় সড়কগুলিও। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে, সামান্য দূরে থাকা জিনিসও দেখতে অসুবিধা হচ্ছে। সকালেও গাড়ির আলো জ্বালিয়ে জাতীয় সড়কে যাতায়াত করছেন গাড়ি চালকেরা। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে, দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

তবে ডিসেম্বরের শেষ সপ্তাহেও চলতি বছরের শীতের মরসুমে এখনও জাঁকিয়ে ঠান্ডা পড়েনি। শীত তাঁর ইনিংস শুরু করতেই বার বার চরিত্র বদল করছে। কয়েক দিন হাড় কাঁপানো ঠান্ডা, তো কোনও দিন আবার ঊর্ধ্বমুখ তাপমাত্রার পারদ। শুক্রবারের তাপমাত্রা সামান্য কমলেও বাঙালিদের শীতের আমেজ উপভোগ করার ভাগ্যে আবার বাধা পড়তে চলেছে। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে আবার তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। আর তার জেরে পশ্চিমবঙ্গে ঢুকতে বাধা পাবে উত্তুরে হাওয়া। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় তাপমাত্রাও বেশ কিছুটা বাড়বে। আবহবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিন ধরে ঊর্ধ্বমুখী থাকবে পারদ। তাপমাত্রা বাড়বে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version