Tuesday, November 4, 2025

মার্কিন সংসদ ক্যাপিটাল হামলার মূলচক্রী ডোনাল্ড ট্রাম্প! এবার কি ৪০ বছর কারাদণ্ডের সাজা?

Date:

আমেরিকায় রাষ্ট্রপতির চেয়ারে নিজেকে দ্বিতীয়বার দেখতে নির্বাচনের সময় একাধিক ষড়যন্ত্র রচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এমনকি, ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন সংসদ ক্যাপিটলে যে হামলা চলে সেটিও ঘটিয়েছিলেন ট্রাম্পই! তদন্ত (Investigation) শেষে এমনই রিপোর্ট জমা দিয়েছে ৯ কংগ্রেস (Congress) সদস্যের কমিটি।

মোট ৮৪৫ পাতার ওই তদন্ত রিপোর্টে ক্যাপিটলে হামলার জন্য সম্পূর্ণ দায়ী করা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকেই। এই তদন্তের শুনানির সময় আমেরিকায় ক্ষমতায় থাকা ডেমোক্রেটিক পার্টির (Democratic Party) নেতৃত্বাধীন কমিটি ১ হাজারেরও বেশি ব্যক্তির সাক্ষাৎকার নেয়। নেওয়া হয় তাঁদের সই ও প্রামাণ্য নথিও। সাক্ষীদের মধ্যে রয়েছেন ট্রাম্প ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি, তাঁর দল রিপাবলিকান পার্টির (Republican Party) সদস্যরা, হামলাকারী কিছু ব্যক্তিও।

রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্প কীভাবে সরকারি আধিকারিক, আইন লাগুকারী ও তৎকালীন উপ-রাষ্ট্রপতি মাইক পেন্সের উপর চাপ সৃষ্টি করেন, তারও সবটা সবিস্তারে রিপোর্ট আকারে জমা দিয়েছে ৯ সদস্যেদর তদন্ত কমিটি। এই তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসতেই খুব স্বাভাবিকভাবেই বেশ বিপাকে পড়েছেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

তদন্ত রিপোর্টে সুপারিশ করা হয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। চারটি ফৌজদারি মামলা লাগু করতেও বলা হয়েছে। এর ফলে ট্রাম্পের ৪০ বছরের জেল ও ১ লক্ষ মার্কিন ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। যা ওই রাজনৈতিক কেরিয়ার ও ব্যক্তিজীবনে বড় ধাক্কা হতে পারে বলে মত ওয়াকিবহল মহলের। ক্যাপিটলে হামলার ঘটনায় একাধিক অভিযুক্ত সাজা পেয়েছেন। এবার কি তাহলে মূলচক্রী ট্রাম্পের পালা!

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version