Sunday, August 24, 2025

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যাদবপুরে রাজ্যপালের গাড়ি ঘিরে বিক্ষোভ এসএফআইয়ের

Date:

ফের বিক্ষোভের ছবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আজ, শনিবার সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে যান রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। তাঁর সামনেই ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে একদল পড়ুয়া। দাবি, ছাত্র সংসদ নির্বাচন চাই। রাজ্যপালের গাড়ি ঘিরে ধরেও বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা।

তারা প্রত্যেকে এসএফআইয়ের কর্মী-সমর্থকরা বলে জানা গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই সমাবর্তনের দিন এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে।

এসএফআইয়ের দাবি, দ্রুত ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। হাতে পোস্টার, ব্যানার নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। রাজ্যপালের গাড়ির সামনে স্লোগানও দেন পড়ুয়ারা। রাজ্যপাল যদিও তাঁদের উদ্দেশে গাড়ি থেকে হাত নেড়ে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে ভিতরে ঢুকে যান। ভিতরে সমাবর্তন অনুষ্ঠান শুরু হলেও বাইরে বিক্ষোভ চলতে থাকে।

এরপর বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে প্রায় মিনিট দশেক কথা বলেন রাজ্যপাল। কথা বলার জন্য রাজ্যপালকে ধন্যবাদও জানান পড়ুয়ারা। বিষয়টি নিয়ে রাজ্যপাল আলোচনা করে দেখবেন বলে জানান পড়ুয়াদের একাংশ।

উল্লেখ্য, বিভিন্ন কারণে রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয় গুলিতে আপাতত স্থগিত রয়েছে ছাত্র সংসদের ভোট। ছাত্র সংগঠনগুলি বারবার ভোটের দাবি তুলেছে। কিছুদিন আগে আন্দোলনে শামিল হয়েছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়াদের একাংশ। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ভোটের দাবিতে হল আন্দোলন।

আরও পড়ুন:শবরীমালা থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু কমপক্ষে ৮ পুণ্যার্থীর

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version