Sunday, May 4, 2025

কম্বল কাণ্ডে তৃতীয় নোটিশের পর চৈতালির বাড়িতে পুলিশ, চলছে জেরা

Date:

আসানসোলে(Asansol) কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় পুলিশি জেলার মুখোমুখি হলেন আসানসোলের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি(Chaitali Tiwari)। শনিবার সকালে চৈতালির বাড়িতে যান আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের দুই এসিপি-সহ মোট সাত পুলিশ আধিকারিক। সেখানে তাঁকে জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

এর আগে দুবার চৈতালিকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার বাড়ি গিয়েও ফিরে আসতে হয়েছে পুলিশকে। শুক্রবার ও তার বাড়ি তালাবন্ধ ছিল। এরই মাঝে নিরাপত্তার দাবিতে আদালতের দ্বারস্থ হন চৈতালির স্বামী জিতেন্দ্র তিওয়ারি। তার আবেদনে তিন সপ্তাহের জন্য রক্ষাকবচ দেওয়া হয় চৈতালিকে। পাশাপাশি আদালত জানায়, সপ্তাহে দুদিন দু ঘন্টা করে চৈতালিকে জিজ্ঞাসাবাদ করা যাবে। শনিবার ও সোমবার দিন ধার্য্য হয়েছে। সেইমতো চৈতালির বাড়িতে পুলিশ আসে শনিবার। বাড়িতে কয়েকঘণ্টা ধরে চলে জেরাপর্ব।

উল্লেখ্য, গত ১৪ তারিখ আসানসোলে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কম্বল বিতরণের অনুষ্ঠানে হুড়োহুড়িতে পদপিষ্ট (Stampede) হয়ে তিনজন প্রাণ হারান। জখম হন ৪ জন। এই অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন বিজেপি (BJP) কাউন্সিলর চৈতালি তিওয়ারি। তাঁকে সবরকমভাবে সাহায্য করেছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তাই সেই মামলায় চৈতালির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তাতে তাঁকে তৃতীয়বার নোটিস দেয় পুলিশ। শুক্রবার ওই নোটিস চৈতালি তিওয়ারির আবাসনের দরজায় সাঁটিয়ে দেয়। তাতে বলা হয়েছে, শনিবার যেন চৈতালি বাড়িতে থাকেন। হাইকোর্টের রক্ষাকবচ পাওয়ার পর এদিন জেলার মুখোমুখি হলেন চৈতালি।

Related articles

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...
Exit mobile version