Sunday, May 11, 2025

নন্দীগ্রামে বিরাট জয়ের পর মিছিল তৃণমূলের, সাতাশে ‘ধন্যবাদ সভা’

Date:

নন্দীগ্রামে ২ এর ভেটুরিয়া সমবায় নির্বাচনে বড় জয় পেয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই জয়ের জন্য শনিবার সন্ধেয় নন্দীগ্রাম ২-কে ধন্যবাদ জানিয়ে বিরাট মিছিল করল নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল কংগ্রেস। যাবতীয় কুৎসাকে উড়িয়ে মানুষ যে তৃণমূলের পাশেই আছে তা এদিন আরও একবার প্রমাণিত হল। এই লড়াইয়ে জয়ী হওয়ার জন্য মিছিল থেকে নেতা-কর্মীরা শুভেচ্ছা জানালেন নন্দীগ্রাম ২-কে।

নন্দীগ্রামের মানুষ এই নির্বাচনে এককাট্টা হবে আশীর্বাদ করেছেন তৃণমূলকে। বিজেপির কুৎসার রাজনীতি, ভয় দেখানোর রাজনীতির সামনে দাঁড়িয়ে তাঁরা লড়াই করেছেন। শুক্রবার, নন্দীগ্রামের ভেটুরিয়ায় সমবায় নির্বাচনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন কয়েকজন তৃণমূল কর্মী। আহত দলীয় কর্মীদের দেখতে শনিবার সকালে তমলুক মহকুমা হাসপাতালে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেখানে আহত কর্মীদের সঙ্গে দেখা করেন কুণাল। ওই অবস্থাতেও কর্মীরা এককাট্টা মনোভাব ধরে রেখেছেন। এক কর্মী বিছানায় শুয়ে কুণালকে বলেন, অপেক্ষায় আছি কবে ছাড়া পাবো। ছাড়া পেলেই আবার তৃণমূলের পতাকা নিয়ে নেমে পড়বো। কুণাল বলেন, বহিরাগতদের এনে সমবায়ের ভোটে গোলমাল পাকানোর চেষ্টা হয়েছিল। কিন্তু এককাট্টা কর্মীরা তারপরও দুরন্ত লড়াই করেছেন।

এরপর তমলুক জেলা তৃণমূল দফতরে জেলা নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক বৈঠক বসেন কুণাল ঘোষ। এছড়াও বৈঠকে ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি ডাঃ সৌমেন মহাপাত্র, নন্দীগ্রাম ১-এর সভাপতি বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম ২-এর সভাপতি অরুণাভ ভুঁইয়া। সেখানে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দলের তরফে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেন কুণাল। রবিবার বিজেপির হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারপর সোমবার থানার ওসির মাধ্যমে জেলা পুলিশ সুপারকে এ সংক্রান্ত স্মারকলিপি দেওয়া হবে। তারপর মঙ্গলবার ২৭ ডিসেম্বর ভেটুরিয়ায় নন্দীগ্রাম ২-এর মানুষকে ধন্যবাদজ্ঞাপক সভা করার সিদ্ধান্ত নিয়েছে দল। বিকেল তিনটের এই সভায় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জয়প্রকাশ মজুমদার ও সৌমেন মহাপাত্র।

আরও পড়ুন- বিহারের ইটভাটায় ভয়াবহ বিস্ফোরণ! মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা, ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর দফতরের

Related articles

কাশ্মীর: ট্রাম্পের মধ্যস্থতা চায় না ভারত, বাণিজ্য নিয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট!

একবার দু'পক্ষের সঙ্গে কথা বলে সংঘর্ষ বিরতির চেষ্টা করলেও বারবার তাঁকে এ বিষয়ে নাক গলাতে দেওয়া হবে না।...

জঙ্গিদের শেষকৃত্যই প্রমাণ কারা মদত দিচ্ছে! নাম না করে পাকিস্তানকে তীব্র আক্রমণ সেনা আধিকারিকদের

অপারেশন সিন্দুর-এ পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। ১০০ জন জঙ্গি নিকেশ হয়েছে।...

বিরাটের সিদ্ধান্তের পিছনে গম্ভীরের হাত? হৈচৈ ক্রিকেটমহলে

রোহিত শর্মার(Rohit Sharma) অবসর নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছেন বিরাট কোহলি(Virat Kohli)। হঠাত্ করেই শোনাযাচ্ছে...

সব জেলায় তিন মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ রাখার নির্দেশ মুখ্যসচিবের, জরুরি বৈঠক স্বাস্থ্যসচিবেরও

ভারত-পাক সীমান্তে সাম্প্রতিক পরিস্থিতিতে রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে রাজ্য সরকার (State Government)। সমস্ত জেলায় আগামী তিন মাস— *জুন,...
Exit mobile version