Tuesday, November 4, 2025

যোগীরাজ্যে আজবকাণ্ড! গুরুতর অসুস্থ ছাত্রীদের চিকিৎসায় ডাকা হল তান্ত্রিক

Date:

মিড ডে (Mid Day Meal) মিলের খাবার খেয়ে অসুস্থ (Ill) কমপক্ষে ১৫ ছাত্রী। আর অসুস্থ ছাত্রীদের চিকিৎসার জন্য কোনও চিকিৎসক নয়, ডাকা হল এক তান্ত্রিককে (Occultist)। সম্প্রতি এমন খবর প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে জোর বিতর্ক। ইতিমধ্যে স্কুলটির বিষয়ে যোগী সরকারকে নোটিশ পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission)। স্কুল কর্তৃপক্ষ ভেবেছিলেন কোনও অশুভ আত্মা ছাত্রীদের মধ্যে ভর করেছে। আর সেই কারণেই ডাকা হয় তান্ত্রিককে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অসুস্থ ছাত্রীদের হাসপাতালে ভর্তি করে। এদিকে বিষয়টি জানাজানি হতেই তদন্তের (Investigation) নির্দেশ দেয় জেলা প্রশাসন। পুলিশ সূত্রে খবর, অসুস্থ ছাত্রীদের অধিকাংশের বয়স ৯ থেকে ১৩ বছরের মধ্যে।

সম্প্রতি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মাহোবা জেলার একটি সরকারি স্কুলে মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ে ১৫ জন ছাত্রী। তাঁদের চিকিৎসার জন্য কোনও চিকিৎসকের সাহায্য নেওয়া হয়নি বলে অভিযোগ। উল্টে এক তান্ত্রিককে ডেকে আনা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ঘটনাটি যদি সঠিক হয়, তাহলে অসুস্থ ছাত্রীদের মানবাধিকার গুরুতরভাবে লঙ্ঘিত হয়েছে। অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে স্কুল কর্তৃপক্ষ তান্ত্রিককে ডেকে পাঠিয়েছিলেন সমস্যা সমাধানের জন্য। মানবাধিকার কমিশন সাফ জানিয়েছে, সরকারি স্কুলে অন্ধবিশ্বাসের চর্চা কখনই গ্রহণযোগ্য নয়।

এদিকে জাতীয় মানবাধিকার কমিশনের নোটিশে উত্তরপ্রদেশের মুখ্যসচিবকে ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট স্কুলের ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। ভবিষ্যতে রাজ্যের সরকারি স্কুলগুলিতে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, তা নিশ্চিত করতে সরকার কী কী পদক্ষেপ করছে, তাও জানতে চেয়েছে কমিশন। পাশাপাশি প্রশ্ন তোলা হয়েছে মিড ডে মিলের মান নিয়েও।

 

 

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version